কাদ্মবিনীর কান্না
ভাবেনি কখনও নীলা,
ভালবাসাও বদলায় ঘর,
আদর উচ্ছাসের মুখ হয় অচেনা,
নতুন দেখায় হয় দেখা,
নীতিনপুরের ঘর খোঁজে-মাধবপুরের প্রাসাদ।
সহজেই বদলে যায়,
হাত ধরা হাত-চুমুর ঠোঁট,
হারায় স্বপ্ন মেলার নীতিনপুর,
গল্পের দিন শরীরের রাত।
নীলা হারায় মৃনালীনিতে,
মুছে যায়-রবীন্দ্র বেলার সন্ধ্যা,
বেলী খোঁপায় রংধনু,
চুমু স্বাদের শরীর গান।
অবাক হয় নীলা,
কত সহজেই হারায় কাশবাগানের লুকোচুরি,
শরীর খেলার রাত গল্প,
শিশির সকালে শেফালীর সাজ।
কত সহজেই... বাকিটুকু পড়ুন













