নিষিদ্ধ কবিতা

ভালোবাসা খুব দরকার ছিল বলে
তুমি এলে- ভাসিয়ে নিয়ে দুর্বোধ্য ছলে
আমাকে করলে প্রেমদৃপ্ত নিস্তব্ধতা।
তোমাকে ছুঁয়ে নুয়ে পড়া হাত এখনো তাই
ইশারায় ডেকে যায় তোমার সম্পূর্ণটাই-
হ্যাঁ, আমি তোমার হয়েছি বর্ণে-গোত্রে-ধর্মে
মৃদুমন্দ বাতাসে, মেঘ থেকে আকাশের বর্মে
লুকিয়ে থাকা শুকনো নদীতে আমার ইচ্ছের লাটাই
ভাসিয়ে দিলাম, দেখো এ আহ্বানের তীব্রতা!
কী পেয়ছ তুমি আমাকে পেয়ে, জান... বাকিটুকু পড়ুন











