অচল পয়সা

আমিতো অচল পয়সার মতো,
বুকে নিয়ে মহিমান্বিত রাজার ছাপ,
জনতার পদতলে পিষ্ট হই কতো!
চোখে মুখে গাড় ধুলি,
বুকের পাঁজর ভেদ করে চলে যায়,
জান্তব গর্জনে কর্পোরেট লরি!
আমিতো তেমনই অর্থহীন,
ছেড়া মানিব্যাগে আশ্রিত এক মুখ,
বাজারে মূল্যহীন প্রায়,
পৃথিবীর আলোয় অস্তিত্বহীন লোক,
তবু পরিসংখ্যানে হয় ভীষণ ইরর!
মাঝে মধ্যে বুকের ভিতর,
তুলি ইথার তরংগের সমুদ্রে ঝড়,
তোমরা ভেংগে উষ্ণ দুপুরের ভাতঘুম,
সামান্য... বাকিটুকু পড়ুন











