|| অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায় ||

ছবি- পুজা- গুগল ।
এক রাতে আলো-আঁধারের স্নিগ্ধ মিতালিতে ঝলমল করে ওঠে ছিল দেশের কোন এক শহর। পৌষের কুয়াশাচ্ছন্ন চন্দ্রালোকিত গভীর রাত্রি। সমগ্র শহর নিদ্রা মগ্ন হয়তো। হয়তো কেউ কেউ জেগে আছে আমারই মতো কোন বিশেষ প্রয়োজনে। রাত জাগা আমার ভীষণ প্রিয়। আমি আয়োজন করে রাজ... বাকিটুকু পড়ুন










