বাংলা-নববর্ষ

ছবি: গুগল
বাংলা-নববর্ষ
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলোর নিষেধাজ্ঞা সবাই গেল ভুলে
নববর্ষে খোশমেজাজে পান্তা নিলো তুলে!
বৈশাখে তাই জমলো আবার আনন্দেরই মেলা,
এই বোশেখে বৃষ্টি হবে ভাসবে কলার ভেলা।
নতুন শাড়ি আর পাঞ্জাবিতে ভরে গেছে শহর,
ফতোয়াবাজ ঢেলেছিল কানে কত কহর!
তবু দেখি বাঙালিরা শোনে নাই তার কথা,
বাঙালিদের ইতিহাসে এ যে বিরাট প্রথা।
বোশেখ মানে ঘর ছেড়ে সব... বাকিটুকু পড়ুন











