অতৃপ্ত গোধূলির গান

আমাকে তোমার যতোটা সুনিবিড় মনে হয়-
আমি ঠিক সমপরিমাণ রাত্রির ঘুমে ব্যাধিগ্রস্ত।
ঠিক যেমন সমসাময়িক প্রতিটি ভোর,
বাসন্তী মৌতাতে ওঠে মেতে,
দৃষ্টির বাহিরে মেঘ গাঢ় হয় গগন আঁধারেতে,
উনুনের সপ্রতিভ আলোয় ধোঁয়াটে কুয়াশার হৃদয়
কারো অস্ফুট সান্নিধ্যের আশায় আশায় অন্তর্যামী হয়ে যায়,
এইসব ব্যাকুল অনীহা বাড়ন্ত, ঘনীভূত করে পুরনো ঘা,
বেশ... বাকিটুকু পড়ুন












