বইমেলা বাইশ - ১

গতকাল সন্ধ্যার পর ‘অমর একুশে গ্রন্থমেলা’ ঘুরে এলাম। হায়রে সে কি ভিড়! প্রায় গায়ে গায়ে লেগে ছিল মানুষ, অন্ততঃ কিছু কিছু জায়গায়। যাহোক, যে বইগুলো কিনতে চেয়েছিলাম, তার একটি কেনা হয়নি সময়াভাবে, বাদ বাকি যেগুলোর স্টল খুঁজে পেয়েছি সহজে, সেগুলো কিনেছি। যেটা কেনা হয়নি, প্রথমে সেটার স্টলটাই পেয়ে গিয়েছিলাম। কিন্তু... বাকিটুকু পড়ুন







