=স্বপ্ন যেনো পুরোনো বাড়ির দেয়াল, খসে পড়ে জীবনের রং=

©কাজী ফাতেমা ছবি
টগবগে তারুণ্য, সাজানো গুছানো বসন ভূষণ,
বয়সের সূতো যেনো স্বাধীন ঘুড়ির ডানা,
নাটাই ছেঁড়া জীবনে সুখের নিঃশ্বাস, তরতাজা শ্বসন,
দেহের দেয়ালে মোহ রঙ মাখানো,
দেহ মানে না শাসন, মানে না মানা।
তারুণ্য পেরিয়ে যৌবন, সাফল্যের উঁচু সিঁড়িতে পা,
দুনিয়া যেনো শুধু আমার, আমার সকল কিছু,
বয়সটাই এমন-সুখের পায়রা উড়ানো প্রহর;
গলা ছেড়ে গান, আহা... বাকিটুকু পড়ুন









