ছবি-Bing AI এর সাহায্যে প্রস্তুতকৃত
প্রশ্নকর্তাঃ বাবা-মায়ের আড়াই কোটি টাকার ঋণ শোধ না করে দুই কোটি টাকা দিয়ে তাদের জন্য বিলাসবহুল 'অডি' কিনলেন কেন?
আফনান-দ্যা মেঝো ভাইঃ কারণ বাবা-মায়ের ঋণ কখনো শোধ করা যায় না!
গল্পঃ ঋণ
১৫.০৫.২০২৪
-কিরে, মন খারাপ কেন?
-আর বলিস না, ভাইরাল হয়ে গেলাম, দোস্ত।
-হ্যা, আংকেল-আন্টিকে তোর 'অডি' গিফট করার ভিডিওটা দেখলাম তো। এভাবে 'ভাইরাল' হওয়াতো ভাল। লোকে তোকে 'আদর্শ' ছেলে বলছে।
-ভাই, পরের ঘটনা জানস না? মাম্মি-ড্যাডীর ঋণ খেলাপি হওয়ার খবর প্রমাণসহ 'ভাইরাল' হয়ে গেছে। কেউ আর আমাকে 'আদর্শ' ছেলে ডাকছে না। সবাই ডাকছে 'চোরের ছেলে'!
গল্পঃ মুদ্রার ওপিঠ
১৫.০৫.২০২৪
-আফনান-দ্যা মেঝো ভাইয়ের বাবা-মায়ের খেলাপী ঋণ নিয়ে আপনি লেখালেখি করলেন কেন?
-একজন ইচ্ছাকৃত ঋণখেলাপীর কথা সবাইকে জানাব না?
-মাত্র আড়াই কোটি টাকার ঋণ খেলাপী, তাকে নিয়েইতো লিখতে পারবেন। কই, হাজার কোটির ঋণ খেলাপীদের নিয়ে নিয়েতো এক লাইনও লিখতে দেখি না?
-তা বড় চোরকে নিয়ে লিখিনি বলে কি ছোট চোরকে নিয়েও লেখা যাবে না? দেশে কি ছোটখাট চুরি আইসিদ্ধ হয়ে গেছে?
গল্পঃ চোরে চোরে মাসতুতো ভাই
১৫.০৫.২০২৪
-বুঝলি, বাংলায় একটা কথা আছে। 'শাপেবর'।
-শুরুতে আমার 'অডি' গিফট করার ভিডিওতে যে হারে 'ভিউ' আসছিল, 'ঋণখেলাপী' পোস্ট ভাইরাল হওয়ার পর আরও বেশি 'ভিউ' আসছে।
-এটা 'বর' হল কিভাবে?
-ওরে কাকা, খেলোয়াড় হতে হবে 'পাকা'
যত বেশি 'ভিউ', তত বেশি 'টাকা'।
গল্পঃ শাপেবর
১৫.০৫.২০২৪
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
পরমাণু গল্পসমগ্র সিরিজের বাকি পর্বগুলোঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
পরমাণু গল্পসমগ্র-১৩
পরমাণু গল্পসমগ্র-১৪
পরমাণু গল্পসমগ্র-১৫
পরমাণু গল্পসমগ্র-১৬
পরমাণু গল্পসমগ্র-১৭
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৯