তুমি তবে কোথায় আছো, বলো সুজানা
শহরের অলিগলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
আমি জানি কত প্রিয় ফুচকা তোমার
ভালোবাসো ঝালমুড়ি, আমের আচার
ফাস্টফুড দেখলেই থামিয়ে আমায়
বলতে বার্গার খেতে মন চায়
এইসব কিনে আজ হাতে নিয়ে ঘুরি
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
শহরের অলি গলি যত... বাকিটুকু পড়ুন











