বইক্কার ভয়

বইক্কা আইব খাইয়া যাইব
ঘুম যারে মনা
দুপ্পুর বেলা বইক্কার মেলা
পাইলে ছাড়বনা।
একলা পাইয়া খায় চাবাইয়া
ইয়া বড় দাত
ঘুম যা রে, ও মনা রে
খাইয়া দুধ ভাত।
জানলা দিয়া দেখ তাকাইয়া
বট গাছের চুড়ায়
কেমন করে পাতা নড়ে
ডরে মাথা ঘুরায়।
এপাশ ফিরে ওপাশ ফিরে
ঘুম নাই চোখে
মনটা চায় মাঠে যায়
বইক্কার ভয়ে রুখে।
বাকিটুকু পড়ুন










