দিব্যোদক - হার্দিক - নক্ত

না এটা মোহ নয়,
এটা মায়া।
তোমার ঐ গভীর কালো চোখে
আমি হারিয়ে যাই;
একবার, দুইবার, বারবার।
এইসব বৃষ্টি ভেজা
কদম ফুলের দিনে
তোমার বৃষ্টিস্নাত বদনখানি
ক্ষণে ক্ষণে আমায় প্রেমের
তীব্রতা জানান দেয়।
বৃষ্টিতে ভিজেও অন্তরে আমার
তীব্র খরা।
তুমি কি এভাবে মরীচিকা
হয়েই রইবে?
নাকি গোধুলি বেলা কিংবা
মধ্যরাতের আলাপনের মতোই
সামনে এসে ইশ্বরের বাস্তবিক সৃষ্টি হয়ে
ধরা দিবে আমার কাছে।
যতটা কাছে আসলে
দূরে চলে... বাকিটুকু পড়ুন











