ভেতরকার বার্তা ।

নাই এ তে সন্দেহ বিন্দু পরিমাণ
শরীর তোমার তীক্ষ্ণ ধারালো তলোয়ার
ফালা ফালা কতজন রোজ
আলোতে হোক
কিংবা ক্লান্ত চরণের আঁধার।
খাঁচার প্রেমে অন্ধ সকল
বোকার মতন
মন চেয়ে ব্যর্থ আমি বারবার।
ভাবনায় ডুবি
ভাসি খুব
তোমার হাত ধরে শিশির ভোর
দুপুর গড়িয়ে হোক না কিছু সন্ধ্যা
উত্তরের হাওয়া... বাকিটুকু পড়ুন












