নারী ও রক্তজবা
তৃষ্ণার ঢালে দাঁড়ালে, মাকে ঝর্না মনে হয় !
অজস্র চোখ অশ্রু নিয়ে দাঁড়ান চৈত্রসংক্রান্তিতে।
ছোট্ট শিশির ফোঁটায় ঝরে যান।
অথচ, শৈশব থেকে রক্তজবা ফোঁটা অবধি
মা জানতেন, ডানা মানে অসীম আকাশ।
উড়ালে উড়ালে মহুয়ার ঘ্রাণ।
তারপর, একদিন বউ কথা কও
লাল ঘোমটা টেনে-
পেরিয়ে গেলেন সমস্ত শৈশব। বাকিটুকু পড়ুন







