ঘুষের রাজ্য

শহীদুল ইসলাম প্রামানিক
শিকড় থেকে শিখর তরি
চলছে এখন ঘুষ
কেউবা নিচ্ছে কেউবা দিচ্ছে
চলছে নিরঙ্কুশ।
ফাইল ঠেকিয়ে নিচ্ছে কেহ
দিচ্ছে বাধ্য হয়ে
সৎ সততার নাইরে কদর
সমাজ যাচ্ছে ক্ষয়ে।
চায় না খেতে তরপরেতেও
দিচ্ছে হাতে গুঁজে
অনিচ্ছাতেও খাচ্ছে কেহ
কেউবা চক্ষু বুঁজে।
কেউবা খাচ্ছে ঘুষের টাকা
কেউবা চোরের মাল
কেউবা খাচ্ছে ক্রয় কমিশন
কেউবা রিলিফ চাল।
অসৎ পথে খাচ্ছে সবাই
কেউবা বিনয় করে
কেউবা খাচ্ছে চোখ রাঙিয়ে
কেউবা... বাকিটুকু পড়ুন









