ব্লগ দিবসের অনুষ্ঠানে

শহীদুল ইসলাম প্রামানিক
ব্লগারদের পুণর্মিলনী
ছিলাম অনেক লোক
খানাপিনার ভালো আয়োজন
খেলাম কয়েক ঢোক।
পরীবাগের পীরের গলি
ঠিকানা ছিল সেথা
এতো লোকের হৈ হুল্লুর
জানতো এসব কে তা!
কাভাসহ অনেক জনই
ছিলেন উপস্থিত
সবার মুখেই হাসি হাসি
আনন্দ ভরা হৃদ।
বুড়ো-জোয়ান চ্যাংড়া-তরুণ
নাই তো ভেদাভেদ
কেউ করে না কারো প্রতি
আক্ষেপ কিংবা খেদ।
চেনাজানা যতই থাকুক
মুখ দেখিনি যাদের
এই খানেতেই চিন পরিচয়
দেখা পেলাম তাদের।
কয়েক ঘন্টা ছিলাম সেথা
সময়... বাকিটুকু পড়ুন









