উষ্ণ
উষ্ণ
সাইফুল ইসলাম
উচ্ছ্বসিত, আনন্দিত, চকিত, বিমোহিত, সুপ্রভাত
প্রত্যুত্তর পাওয়ার পর ভাবনায় কুপোকাত!
তুমি বুঝেছ প্রথম স্নিগ্ধ ঊষা
তুমি বুঝেছ প্রথম চিত্ত ভাষা!
তোমাকে পাশে পাওয়ার জন্যই বিলম্ব
এতো দিন পর প্রেম আরম্ভ!
আলহামদুলিল্লহ খুব খুশি এই মুহূর্তে
যাই হোক চিন্তা নেই তাতে!
তোমার জন্যই মনে হয় অপেক্ষা
হয়তো হবে আমার শেষ রক্ষা!
না পেয়ে দিন বিরহে গেলো
এলোমেলো যায়যায়দিন, কত... বাকিটুকু পড়ুন


























