দুধকলা দিয়ে নিজেকেই পুষি
দুধকলা দিয়ে নিজেকেই পুষি আমি আমার শরীরের ভিতরে।
তবুও প্রায়ই আমার ফেরা হয়না
বহু দিন,
বহু বছর,
বহু কাল
আমারই শরীরে।
আমি বুঝিনা
কেনো যে আমি আমার শরীরের ভিতরে এতো দুঃখী!
দুঃখ ,
দুঃখ
আর দুঃখ।
আমি প্রায়ই শরীর থেকে বের হয়ে যাই
পূর্ণিমার রাত্রিতে
অশরীরী খুনী সেঁজে চাঁদকে খুন করি অনায়াসে সেদিন
শুধু একটু চাঁদনী... বাকিটুকু পড়ুন











