অপাংক্তেয়
১# কার থেকে মুখ ফেরাবো
কার দিকে চাইবো ফিরে
বিষাক্ত ঠোঁঠে চুমু রেখে পেতে দিয়েছি বুক
সব দোষ নিজেরি ঘারে।
২# পৃথিবীর সব গল্প গাঁথা একি সূত্রে
দাগ চাঁদের গায়ে, চোখ টাটায় হিংসুকে;
দাগ, নাকি সুন্দর্যে? হিংসার চোখ কীসে পুড়ে?
৪# তুমি আমাকে মারছো, পুড়ছি আমি ভীষণ
মরতে মরতে মরার আগে তোমার নামই জপছি সারাক্ষণ।
৫# সে রোজ... বাকিটুকু পড়ুন











