এন্টিবায়োটিক !

প্রেম, বিরহ ক'জন সইতে পারে?
তোর কালো চোখ
এখনো যে নিদ্রা কাড়ে।
কাছে আয়
পুড়ে যাক হাড়গোড়
শরীরে বিদ্যুৎ!
প্রেমে এতো জোর
জানা ছিল না হায়!
হোক না শ্বাস বন্ধ
চোখ অন্ধ
তুই ছাড়া জীবন যায় যায়।
গোলাপ, বকুল ঘ্রাণে
নতুন সুর বাজে প্রাণে
যদিও
ফুলদানি তোর দখলে
প্লাস্টিক... বাকিটুকু পড়ুন












