নির্বাচিত পংক্তিঃ দুঃস্থের আহাজারি
(১)
এবার থেকে দরজা খুলে ঘুমাবো ঠিক করেছি
নিয়ে যায় যাক, যা আছে সব।
আর আছেই কি-বা অবশিষ্ট?
ক্রমশ কৌশলে রাষ্ট্র কেড়ে নিয়েছে একে একে
যা ছিল সম্বল
তাই ন্যাংটার নেই বাটপারের ভয়!
(২)
অম্বিকা বসু লেনের
৬৮ নম্বর বাড়িটার ভাঙা জানালায়
দুটি অসহায় মুখ।
একটি ছেলে
অন্যটি মেয়ে।
বিমূর্ত ছবির মত স্থির নিশ্চল নিশ্চুপ
তাকিয়ে আছে... বাকিটুকু পড়ুন










