বাকপ্রবাস
এতো খাটি তবুওতো ঘাম হয়না
অথচ ঘাম শুকানোর পূর্বেই
মজুরী পাবার কথা
দিনে দিনে পাঁচ গড়িয়ে দশ
অথচ ঘাম না হলে মালিকেরও দায় থাকেনা
মাস শেষে হাফ মজুরী বাকিটা খাতায়
জমতে জমতে বছর শেষে হিসেব
যা জমেছে ভেবেছিলাম! কিছুটা কম
এটা সেটা বিভিন্ন কারণে কাটা পড়েছে
অল্প যেটা জমেছে টিকেট কেনার স্বপ্ন
না, থাক। আরেকটা বছর যাক
খাটের... বাকিটুকু পড়ুন










