ব্যথার দান

ব্যথার দান
-জসিম উদ্দিন জয়
আলোর মাঝে হাসি আমি
আঁধারেতে লুকাই,
জোঁকার মনের মানুষ আমি
অনাহারে শুকাই।
হরেক রকম কথা বলে
মানুষদের হাসাই,
কষ্ট পাওয়া মানুষ দেখে
কেঁদে বুক ভাসাই।
স্বপ্ন বিলাসী মানুষ আমি
স্বপ্নের দেশে থাকি,
স্বপ্ন ভেঙে চেয়ে দেখি
সব কিছুতেই ফাঁকি।
দুঃখ এলে গাই যে আমি
গুন গুনিয়ে গান,
কষ্টগুলো ছুড়ে ফেলে
রাখি সুখের মান।
ছন্দ-আনন্দের মাঝে আমি
সৃজনশীলতা খুঁজি,
সত্য-সুন্দরের পক্ষে আমি
এটাই আমার পুঁজি ।
নিঝুম-নির্ঘুম... বাকিটুকু পড়ুন











