বৃষ্টি আসছে ওই

ভিজবে নাকি সারা শরীর কলমি লতার পুরো ভাগ।
রোদ অবেলায় ঘোমটা দিয়ে বসে গেছে পিরিতে,
গাল থুবড়ে বমি করবে এই সুযোগে মেঘ জিতে।
করবে নাকি অগোছালো ওই গোছানো পথের ঘাট,
ভাঙবে নাকি ভিড় জনতা গগন তলে খোলা হাট।
ধুইবে নাকি অঙ্গ খানি বৃক্ষ লতার ভিজিয়ে,
ধরবে... বাকিটুকু পড়ুন










