প্রসঙ্গ ব্লগার 'জুল ভার্ন'

আমি প্রথমেই বলতেই চাই-
শ্রদ্ধেয় জুল ভার্ন আপাতত সামুতে নেই। এজন্য বেশ কয়েকজন ব্লগার জোরজবরদস্তি করে শ্রদ্ধ্যেয় চাঁদগাজীর উপর দোষ চাপাতে উঠেপড়ে লেগেছেন। ইহা দুঃখজন। এবং নিম্মমানের আচরণ। আমরা ধরে নিতে পারি জুল ভার্ন এবং চাঁদগাজী একই বয়সের মানুষ। অথবা কিছুটা কম বেশি হতে পারে। জুল ভার্ন অভিজ্ঞ মানুষ।... বাকিটুকু পড়ুন









