মানুষ

পর্ব-০১ : আমার শ্রান্ত বিকেল
©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
:
আমার শ্রান্ত বিকেল
মনের জানালার ও পাশে
তুমার আকাশের চাঁদ;
আমার আকাশে শুধু রাত নামে
নিঝুম রাত।
:
যে রাতে কোনও তারা থাকেনা
কষ্টগুলো জোনাকি পোকা হয়ে
উড়ে বেড়ায় ঘোর অমানিশায়,
আমি সেই আলো-আঁধারিতে
পথ চলি আজো।
:
যে পথ গেছে তেপান্তরে মিশে
দিক হারা পথিক
নীড় হারা পাখির মতো,
তুমাদের শহরে আমার কোনও ঠিকানা নেই।
:
এই শহর,... বাকিটুকু পড়ুন





তুমি সদ্য যৌবনা সূর্যমুখী ফুল। তোমাকে আড় চোখে দেখে দেখে অন্তরে পুলক অনুভব করছি।
আর আমার আড়চোখের তাকানো দেখে, তুমি ফুল হয়েও লজ্জায় লাল হয়ে নতমুখ হয়েছো।
বাকিটুকু পড়ুন

জন্মক্ষণঃ
চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনিতে কোন এক শীতের বিকেলে অগ্রহায়ণের শেষ দিনটিতে আমার জন্ম হয়েছিল সায়াহ্নের প্রাক্কালে । পৃথিবীর বুকে আমার আসার সেই সময়টা ছিল পাখিদের নীড়ে ফেরার সময়। ছোটবেলা থেকে আজ অবধি আমার এ সময়টাকে খুব ভালো লাগে। সুযোগ পেলেই এ সময়টাতে একটু থেমে নীড়ে ফেরা পাখিদের কলকাকলি শুনি।... বাকিটুকু পড়ুন

ময়না পাখিটার একটা সুন্দর বাংলা নাম রাখতে চেয়েছিলেন আবিদা, কিন্তু তার বর ইমতিয়াজ দ্বিমত পোষণ করেন, ইমতিয়াজের বক্তব্য এই যে- ময়না পাখির আবার গালভরা একটা মনুষ্য নাম দেবার দরকার কী! পাখিটা যখন ময়নাসমাজে ছিল তখন নিশ্চয় ওদের ভাষায় একটা নাম রেখেছিল ওর বাবা-মা, কিন্তু সেটা তো আর আমাদের পক্ষে জানা... বাকিটুকু পড়ুন
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধর্মীয় বিষয় কষ্ট দিলে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমার লিখা এড়িয়ে যাবার।



