আকাশ নয়, পৃথিবী হতে চাই...
সে নিজেকে হয়ত মেঘ ভাবিয়াছিল, আর আমায় আকাশ ভাবিয়া নিজের খেয়াল খুশিমতো আসা যাওয়া করিতেছিল। আমিও প্রথমে আকাশের মতোন উন্মুক্ত হইবার প্রয়াস করিয়াছিলাম।
তারপর দেখিলাম সেথায় শুধু মেঘের গর্জন হয় আর অঝোরে বর্ষণ হয়। আমি যাহা ভাবিয়া আকাশ হইতে চাহিয়াছিলাম, সেই সূর্য কখনও আমার আকাশে উকিঁ দেয়না, আমার আকাশে... বাকিটুকু পড়ুন













