আমার জানা হলো
রঙিন আলোতে হঠাৎ চোখ ঝলসে দিল বিয়ে বাড়িটি,
আর হলুদ রঙের কাপড়পরা নারী-পুরুষ সবাই দিল পরিহাসের দৃষ্টি,
কালো পাঞ্জাবিতে স্থির দাঁড়িয়ে বেমানান আমি
যেন একমাত্র শোকের প্রতিনিধি।
তারপর হঠাৎ করেই অপরিচিত এই শোকে
আমার সারা শরীর থেকে অদৃশ্য রক্ত ঝরে পুরো বিয়ে বাড়ি লাল রঙে ভেসে যেতে লাগল।
আজ তোমার গায়ে হলুদ!
অথিতিদের বিদ্রুপের হাসি... বাকিটুকু পড়ুন











