আধারের দাবানলে তুমি

নিঃশব্দ গোধূলিতে,
তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে,
যেখানে শব্দেরা মৃত, কেবল নিঃশ্বাসে বেঁচে থাকে ভালোবাসা ,
তোমার চুলে জড়িয়ে থাকা বিকেলের আলোয়
একদিন হারাতে চাই।
সিমানায় ঠায় দাঁড়িয়ে থাকা আকাশে
ভাঙা নক্ষত্রের গায়ে তোমার নাম লেখা থাকে,
জ্যোতিষীর আঁচড় থেকে মুছে গেছে সব ভবিষ্যদ্বাণী
তবু, তোমার আঙুলে লেগে থাকে এক প্রাচীন মহাবিশ্বের আশ্বাস।
জানি,
আলো মরে যায়... বাকিটুকু পড়ুন








