জীব জগতে মানুষই সবচেয়ে জ্ঞানী, এটা বুঝতে বেশ সময় লেগেছে।

এখন কোন শিক্ষিত মানুষের সন্দেহ নেই যে, জীব জগতে মানুষই সবচয়ে জ্ঞানী ও শক্তিশালী। মানব জাতি কোনকালে, অন্য কোন জীবকে তার চেয়ে জ্ঞানী ভাবতো কিনা, সেটা জানার উপায় নেই। আদিকালের মানুষ রূপকথা রচনা করেছে, যেখানে তারা নিজেরাই অতিমানব, দেবতা, সুপারম্যান, অদৃশ্যমান চরিত্রের সৃষ্টি করেছিলো, যাদেরকে মানুষ থেকে শক্তিশালী... বাকিটুকু পড়ুন









