দুষ্টু মিষ্টি সংলাপ
(১)
সীমাহীন আকাশটা বুক খুলে রেখেছে
বলছে দেখো! দেখো!!আমায় দেখো!!!
আমি তোমায় ওসব করতে বলছিনে
চাইছি তুমি শুধু আমার পানে তাকিয়ে থাকো।
(২)
চাইছি এক চুমুক ভালোবাসা
তোমার অনুভবের পেয়ালা থেকে।
মন কি দেখা যায়?
তবু প্রেমে পড়লে মানুষ চায় একজনের মনের মতো হতে।
(৩)
তোমার চোখে রাখবো চোখ... বাকিটুকু পড়ুন









