=একদিন অন্ধকারে তলিয়ে যেতে হবে=

©কাজী ফাতেমা ছবি
এত হা হুতাশ, এত আনন্দ হই হুল্লোড় আর রঙিন স্বপ্নগুলো
উড়িয়ে নিয়ে যাবে এসে বৈরী হাওয়ার এক মুঠো ধুলো,
এত স্বপ্ন সাজানো থরে থরে, ঘরে বাইরে, মনের দেয়ালে,
সবই বৃথা, সবই ধুয়াশায় যাবে ছেয়ে মৃত্যুদূত বুকে হাত ছুঁয়ালে।
পাথরের মেঝে, প্লাস্টিক পেইন্টের দেয়াল, এই ঝাঁড়বাতি
দিনে ফুরোলে আয়ূ , সব... বাকিটুকু পড়ুন









