অর্পণ
দুঃখ কষ্ট ব্যাথা সংসারের গ্লানি
ব্যার্থতার মহাভার কাঁধে নিয়ে টানি
নিষ্ঠুর নির্দয় পৃথিবীর মাঝে -
নির্মম পরিহাস প্রতিটি কাজে;
মোর তরে ফিরে আসে তিক্ত অভিশাপ
হাহাকার করে ওঠে হৃদয়-বিলাপ।
তবু যবে ফিরে এসে তোমার কাছে
নিজেকে অঞ্জলি দেই প্রফুল্ল হেসে
তোমার চরন পরে,-- হে বিধাতা!
নিমিষে মিলিয়ে যায়- দুঃখ ব্যাথা।
তোমাতে দিলে প্রাণ নেই... বাকিটুকু পড়ুন









