somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২১ এর সচল ব্লগারেরা

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বাগতম ২০২২। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। "২০২১ এর সচল ব্লগারেরা" এই শিরোনামটা যারা পড়ছেন, একটু চোখ বুঁজে ভেবে দেখেন তো ২০২১ এর ব্লগের পাতায় চোখ রাখলেই কাদের নাম চোখের পাতায় ভেসে ওঠে। সাধারণ, অতি সাধারণ এবং অসাধারণ ও অতি অসাধারণ পোস্ট দিয়েও এবং পোস্ট ছাড়াও কমেন্টেও যারা সারা বছর সচল রেখেছিলেন এই ব্লগের পাতা। তারা কারা? এই নতুনত্বের দিনে গা ভাসানো নানা রকম সামাজিক মাধ্যম ব্যবহারকারী মানুষের সাথে পাল্লা দিয়ে এই প্রায় অচল ব্লগের সচল ব্লগারেরা কারা ছিলেন? চোখ বুঁজুন, ভাবুন ও আমার সাথে মিলিয়ে নিন-


১। মরুভূমির জলদস্যু - ব্লগিং বলতে যা বুঝায় মানে ব্লগ ডায়েরী বা যেমন ইচ্ছে লেখার খাতা তাহা মোদের ব্লগের পাতা। সেই ব্যপারটাকেই মিনিংফুল করে তুলতে মরুভূমির জলদস্যুর ভাইয়ার জুড়ি ছিলোনা এবারের বছরে। ভ্রমন, ছবি ও নানা রকম ঐতিহাসিক পোস্ট তুলে ধরার ক্ষেত্রে ব্লগের এই পাতা খুব খুব সযতনে ভরিয়ে তোলায় ভাইয়াকে আমি ১০০তে ২০০ দিলাম। তাছাড়াও ভাইয়ার ছবি ব্লগ প্রতিযোগীতায় সতস্ফূর্ত অংশগ্রহন ভুলিনি আমরা। এ বছরে ভাইয়ার পোস্টগুলি-ডিসেম্বর, ২০২১ (৩৩), নভেম্বর, ২০২১ (২৮),অক্টোবর, ২০২১ (১৬),সেপ্টেম্বর, ২০২১ (২৭)আগস্ট, ২০২১ (৩৫)জুলাই, ২০২১ (৪২)জুন, ২০২১ (২৯)মে, ২০২১ (৩৮)এপ্রিল, ২০২১ (২৯)মার্চ, ২০২১ (১৭)ফেব্রুয়ারী, ২০২১ । ১০)জানুয়ারী,২০২১ (২১) ।এত সব বৈচিত্রময় ব্লগিং দিয়ে সামুর পাতাকে ভরিয়ে রাখায় ভাইয়াকে জানাই ভালোবাসা।

২।জুল ভার্ন - ২০২১ এর ব্লগের পাতাকে সচল রাখতে ভাইয়ারও জুড়ি মেলা ভার ছিলো। ভাইয়ার এত শত বৈচিত্রময় ব্লগিং থেকে শেখার ছিলো অনেক কিছুই। আমার ধারনা আমার মত আরও অনেকেই ভাইয়ার ব্লগিং এ মুগ্ধ হয়েছেন। জীবনবোধ, ঐতিহাসিক ও স্মৃতি রোমন্থনের মাঝেও যে শেখার আছে অনেক কিছু তা ভাইয়ার পোস্টগুলো পড়লেই বুঝা যায়। এ বছরে ভাইয়া ডিসেম্বর, ২০২১ (৪৬),নভেম্বর, ২০২১ (৪৯),অক্টোবর, ২০২১ (৪৭),সেপ্টেম্বর, ২০২১ (২২),এপ্রিল, ২০২১ (২২),মার্চ, ২০২১ (১৮),ফেব্রুয়ারী, ২০২১ (১৭),জানুয়ারী, ২০২১ (২) এত এত পোস্ট লিখেছেন। এসব মূল্যবান পোস্টের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।

৩। শেরজা তপন - ভাইয়া মূলত ভাইয়ার সিরিজ রাইটিং লিখেই আমাদের মাঝে সচল থেকেছেন এবং তার সুমিষ্ট ব্যবহারে আমাদেরকে জড়িয়ে থেকেছেন। এছাড়াও ভাইয়ার কমেন্টগুলিও কম মূল্যবান নয়। সদা সতর্ক ও জেন্টেল ভাইয়াদের মধ্যে ভাইয়ার নাম মনে আসবেই আসবে। ভাইয়া এ বছরে পোস্ট লিখেছেন ডিসেম্বর, ২০২১ (৩) নভেম্বর, ২০২১ (২) অক্টোবর, ২০২১ (৭)সেপ্টেম্বর, ২০২১ (৭)আগস্ট, ২০২১ (৬)জুলাই, ২০২১ (৯)জুন, ২০২১ (৯)
মে, ২০২১ (১০)এপ্রিল, ২০২১ (৪)এতগুলি। অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি।

৪।খায়রুল আহসান - চির অমায়িক ও সাতে পাঁচে না থাকা ভাইয়া মানেই খায়রুল ভাইয়া। আমাদের সবার প্রিয়। মনে হয় না কেউ কখনও ভাইয়াকে নিয়ে কোনো কমপ্লেইন করেছে বা করতে পারে। ভাইয়া এ বছরে সচল ছিলেন তার কবিতা,স্মৃতি ও জীবনবোধের কথনগুলি নিয়ে। অনেক ভালোবাসা ভাইয়াকে। ভাইয়া এ বছরে লিখেছেন- ডিসেম্বর, ২০২১ (৪),নভেম্বর, ২০২১ (৭), অক্টোবর, ২০২১ (৭)সেপ্টেম্বর, ২০২১ (৪)আগস্ট, ২০২১ (৬)জুলাই, ২০২১ (৯)
জুন, ২০২১ (৭)মে, ২০২১ (৪)এপ্রিল, ২০২১ (৮)মার্চ, ২০২১ (৬)ফেব্রুয়ারী, ২০২১ (২)জানুয়ারী, ২০২১ (৫)।

৫। সোনাবীজ ও ধুলোবালি ছাই - ব্লগীয় জনমের প্রায় প্রথম থেকেই ভাইয়া জড়িয়ে আছে আমার সাথে। তার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এ বছরে ভাইয়া সচল ছিলেন তার কবিতায়। অনেক অনেকটা সময় ভাইয়া থেকেছেন আমাদের ব্লগের হৃদয় জুড়ে। ডিসেম্বর, ২০২১ (৬)নভেম্বর, ২০২১ (৪)অক্টোবর, ২০২১ (২)
সেপ্টেম্বর, ২০২১ (৭)আগস্ট, ২০২১ (১)জুলাই, ২০২১ (৯)জুন, ২০২১ (১৬)মে, ২০২১ (১১)এপ্রিল, ২০২১ (১৮)মার্চ, ২০২১ (৩)
ফেব্রুয়ারী, ২০২১ (১)জানুয়ারী, ২০২১ (১)। কবিতা, গান ও গল্প নিয়ে এ বছরেও সক্রিয় ছিলেন ভাইয়ামনি।

৬।শাহ আজিজ - ভাইয়ার মাঝে একটা অকুতভয় ব্যপার বোধ করি আমি তাই ভাইয়াকে আমার বিশেষ ভালো লাগে। আরও ভালো লাগে ভাইয়া একজন শিল্পী তাই বুঝি। ভাইয়া এ বছরে বিশেষ করে ছবি ব্লগ প্রতিযোগীতার সময়কালীন ব্লগে বিশেষ সময় দিয়েছেন বলেই মনে হয় আমার। তাছাড়াও সারা বছর জীবনবোধ ও নানামূখী বিষয়ে ব্লগের পাতায় সাক্ষ্য রেখেছেন শৈল্পিক সৌন্দর্য্যে। নভেম্বর, ২০২১ (১৭)অক্টোবর, ২০২১ (১৩)সেপ্টেম্বর, ২০২১ (১৯)আগস্ট, ২০২১ (২৭)জুলাই, ২০২১ (২৪)জুন, ২০২১ (২৪)মে, ২০২১ (২৮)এপ্রিল, ২০২১ (২৭)মার্চ, ২০২১ (১৫)ফেব্রুয়ারী, ২০২১ (২১)জানুয়ারী, ২০২১ (২৪) ভাইয়ার পোস্টগুলি।

৭। অপু তানভীর - এখনকার দিনের এই প্রায় অচল ব্লগের সচল ব্লগারদের অনেকেই জানেনা এই ভাইয়াটার উপর আমার এক বিশেষ প্রীতি আছে। ভাইয়া ঠোঁটকাটা স্বভাবের সে আমরা জানি। যদিও প্রেমের গল্পে তিনি গদগদ প্রেমে পড়েন বাস্তবে পুরাই উল্টাবুড়া মনে হয়। যাইহোক এই ভাইয়ার গল্পের হাতের কাছে রোবোটও হার মেনে যাবে। ভাইয়া যখন তখন গল্প লিখে ফেলতে পারেন। হাজারও গল্পের স্রষ্ঠা তিনি। যদিও এ বছরে তাকে কেচালে জড়িয়ে যেতে দেখেছি আমি তার ঠোঁটকাটা স্বভাব দোষে। সে যাইহোক ভাইয়ার চোখে যেমন আমার সাত খুন মাফ আমার চোখেও তার চৌদ্দ খুন মাফ। তাই ভাইয়া আমার সবার সেরা। ভাইয়া এ বছরে তার প্রেমের গল্পের পাশাপাশি স্মৃতি, নীতিকথা ও আরও লিখেছেন এসব পোস্ট। ডিসেম্বর, ২০২১ (১২)নভেম্বর, ২০২১ (৮)অক্টোবর, ২০২১ (৫)সেপ্টেম্বর, ২০২১ (১৭)আগস্ট, ২০২১ (৮)জুলাই, ২০২১ (১৪)
জুন, ২০২১ (১৫)মে, ২০২১ (১০)এপ্রিল, ২০২১ (৭)মার্চ, ২০২১ (৫)ফেব্রুয়ারী, ২০২১ (৬) জানুয়ারী, ২০২১ (৫)

৮। ফাতেমা ছবি -আপুর নামের সাথে তার কামের মানে কাজের মিল আছে। ছবি আপু ছবি তুলতে ভালোবাসেন আবার ছবির সাথে মিলিয়ে কবিও তিনি। আপু তার ছবি ও কবিতে ভরিয়ে রেখেছিলোেন ব্লগের পাতা। এ বছরের ছবি ব্লগ প্রতিযোগীতার বিজয়িনীও তিনি। আপু লিখেছেন- ডিসেম্বর, ২০২১ (৬)নভেম্বর, ২০২১ (৫)অক্টোবর, ২০২১ (৮)সেপ্টেম্বর, ২০২১ (৮)আগস্ট, ২০২১ (৩)জুলাই, ২০২১ (৯)জুন, ২০২১ (৯)মে, ২০২১ (৬)এপ্রিল, ২০২১ (৪)মার্চ, ২০২১ (৮)ফেব্রুয়ারী, ২০২১ (৬)জানুয়ারী, ২০২১ (৬)।

৯। সাড়ে চুয়াত্তর - এই দুষ্ট মিষ্ট ভাইয়া কখন যে আমার প্রান কেড়ে নিয়েছে আমি নিজেও জানতে পাইনি। আমার যতগুলি নিকে আমি যতগুলি লেখা লিখেছি সবখানেই ভাইয়া তার বুদ্ধিমত্তায় আমাকে নাকানি চুবানী খাইয়েছেন। তবুও ভাইয়া সেরা। ভাইয়ার মন্তব্যগুলি ও পোস্টগুলি তার প্রমান। সারা বছর ভাইয়া লিখেছেন-
ডিসেম্বর, ২০২১ (২) নভেম্বর, ২০২১ (২) সেপ্টেম্বর, ২০২১ (৩)আগস্ট, ২০২১ (৭)জুলাই, ২০২১ (১০)জুন, ২০২১ (৭)মে, ২০২১ (২)
মার্চ, ২০২১ (১)জানুয়ারী, ২০২১ (২)। পোস্টের সাথে সাথে ভাইয়ার কমেন্টগুলির জন্যও ভাইয়ার পুরষ্কার প্রাপ্য।

১০। স্প্যানকড - সত্যিকারের নো পাত্তা মানে অপকট বলে যদি কেউ থাকে তো সে আমার এই ভাইয়াটা। সহজ কথা যায় না বলা সহজে। কিন্তু ভাইয়া তা বলে দিতে পারে গলগল। ভাইয়া বেশিভাগ সময় কবিতা এবং রাজনৈতিক চিন্তাভাবনার পোস্ট লিখেছেন। ভাইয়া লেখা পোস্টগুলি- ডিসেম্বর, ২০২১ (১৫)নভেম্বর, ২০২১ (২৪)অক্টোবর, ২০২১ (১৯)সেপ্টেম্বর, ২০২১ (১৭)আগস্ট, ২০২১ (৪৮)জুলাই, ২০২১ (৪৪)জুন, ২০২১ (৫১)মে, ২০২১ (৩৩)
এপ্রিল, ২০২১ (৩৯)মার্চ, ২০২১ (৫৬)ফেব্রুয়ারী, ২০২১ (৫৪)জানুয়ারী, ২০২১ (৪৯)। সারা বছরে ভাইয়া ছিলেন দারুন সচল। অনেক ভালোবাসা ভাইয়ামনি।

১১। মোহামমদ কামরুজজামান - ভাইয়াটার মাথা এবং হাতে মনে হয় ১০টা রোবোট লাগানো আছে। এত সব বড় বড় পোস্ট কেমনে এত তাড়াতাড়ি লিখে। বাপরে! আমিও ফেইল। যাইহোক ভাইয়া সচল ছিলেন সারাটা বছর জুড়ে, গল্প রাজনীতি ও ধর্ম নিয়ে বিশাল গবেষনামূলক পোস্টগুলোতে। ভাইয়া লিখেছেন- ডিসেম্বর, ২০২১ (১১)নভেম্বর, ২০২১ (৭)অক্টোবর, ২০২১ (১০)সেপ্টেম্বর, ২০২১ (৬)আগস্ট, ২০২১ (৯)জুলাই, ২০২১ (৭)জুন, ২০২১ (৬)মে, ২০২১ (৭)এপ্রিল, ২০২১ (৬)মার্চ, ২০২১ (৬)ফেব্রুয়ারী, ২০২১ (৬)জানুয়ারী, ২০২১ (১৩)।

১২।জটিলভাই - জটিল ভাই লিখেছেন-
ডিসেম্বর, ২০২১ (৯)নভেম্বর, ২০২১ (৮)অক্টোবর, ২০২১ (৬)সেপ্টেম্বর, ২০২১ (১)আগস্ট, ২০২১ (২)জুলাই, ২০২১ (১১)জুন, ২০২১ (২৩)মে, ২০২১ (৫৪)এপ্রিল, ২০২১ (২)সেপ্টেম্বর, ২০২০ (১)জুলাই, ২০২০ (২)সেপ্টেম্বর, ২০১৭ (১)জুলাই, ২০১৭ (১)
মে, ২০১৭ (১)ফেব্রুয়ারী, ২০১৭ (১)। যদিও অন্যান্য সচল ব্লগারদের তুলনায় তার ব্লগ পরিসংখ্যান কম। তবুও যে কোনো বেচালে কেচাল ওপস স্যরি না শিক্ষামূলক নানা রকম বিনোদনীয় শিক্ষামূলক রম্য পোস্ট দিয়ে সারা বছর আমাদেরকে বিনোদিত রাখবার জন্য ভাইয়াকে ভালোবাসা।

১৩। আহমেদ জি এস এতক্ষন যাদের কথা বললাম তাদের ব্লগের পোস্ট সংখ্যা ভাইয়ার তুলনায় অনেক বেশি থাকলেও ভাইয়াও সারা বছরই সচল ছিলেন তার মূল্যবান লেখাগুলি নিয়ে।
ভাইয়া লিখেছেন, নভেম্বর, ২০২১ (১)অক্টোবর, ২০২১ (২)আগস্ট, ২০২১ (১)জুন, ২০২১ (১)মে, ২০২১ (১)এপ্রিল, ২০২১ (১)ফেব্রুয়ারী, ২০২১ (২)। চিকিৎসাবিজ্ঞান, মহাবেকুব কথন, ও গল্পে রম্যে ভাইয়া ব্লগে সচল ছিলেন বছর জুড়েই।

১৪। কলাবাগান১
ভাইয়া লিখেছেন ডিসেম্বর, ২০২১ (২)নভেম্বর, ২০২১ (৪)অক্টোবর, ২০২১ (১)সেপ্টেম্বর, ২০২১ (১)জুলাই, ২০২১ (২)জুন, ২০২১ (১)মে, ২০২১ (১)এপ্রিল, ২০২১ (২)মার্চ, ২০২১ (২)ফেব্রুয়ারী, ২০২১ (২)জানুয়ারী, ২০২১ (২)। এত সব ব্লগের পাশাপাশি ভাইয়ার ছবি ব্লগ প্রতিযোগীতায় অংশগ্রহন এবং বিজয়ী হবার শুভেচ্ছা গ্রহন করো ভাইয়া আবারও।

১৫। রানার ব্লগ -ডিসেম্বর, ২০২১ (১)নভেম্বর, ২০২১ (৩)
অক্টোবর, ২০২১ (২)সেপ্টেম্বর, ২০২১ (২)আগস্ট, ২০২১ (৪)জুলাই, ২০২১ (৩)জুন, ২০২১ (৫)মে, ২০২১ (৩)এপ্রিল, ২০২১ (৭)
মার্চ, ২০২১ (৫)ফেব্রুয়ারী, ২০২১ (৪)জানুয়ারী, ২০২১ (১০)। ভাইয়া গল্প কবিতার মানুষ। তারও চাইতে বেশি মজার আর কমেন্টের মানুষ তবে তার লাস্ট গল্প পড়ে আমি হাসতে হাসতে মরে গেছি।

১৬।মাইদুল সরকার - ভাইয়া একজন শিল্পী মানুষ তার তার সরলতা এবং শৈল্পিক নিদর্শনগুলি দেখলেই বুঝা যায়। ভাইয়ার মেয়ের জন্য রইলো আমার অশেষ শুভকামনা। ভাইয়া একজন রাঁধুনিও বটে। ভাইয়া লিখেছেন ডিসেম্বর, ২০২১ (৮)নভেম্বর, ২০২১ (১৬)অক্টোবর, ২০২১ (১৩)সেপ্টেম্বর, ২০২১ (২)আগস্ট, ২০২১ (২)জুলাই, ২০২১ (২)জুন, ২০২১ (৪)মে, ২০২১ (৪)এপ্রিল, ২০২১ (৫)মার্চ, ২০২১ (২)ফেব্রুয়ারী, ২০২১ (৪)জানুয়ারী, ২০২১ (৪)।

১৭। সেলিম আনোয়ার - আমাদের কবিভাইয়া বলতে নিসন্দেহে সবার চোখে ভেসে উঠবে এই নামটি।ডিসেম্বর, ২০২১ (৫)অক্টোবর, ২০২১ (৬)সেপ্টেম্বর, ২০২১ (৩)আগস্ট, ২০২১ (১৬)
জুলাই, ২০২১ (২৩)জুন, ২০২১ (১২)মে, ২০২১ (৬)মার্চ, ২০২১ (৫)ফেব্রুয়ারী, ২০২১ (৩)। এত এত লেখা এবং বিশেষ করে প্রেম কাব্য লিখে ভাইয়া এ বছরেও সচল ছিলেন অবিরল।

১৮।ঢাবিয়ান -নভেম্বর, ২০২১ (১)অক্টোবর, ২০২১ (২)সেপ্টেম্বর, ২০২১ (১)জুলাই, ২০২১ (২)মে, ২০২১ (৫)এপ্রিল, ২০২১ (৬)ফেব্রুয়ারী, ২০২১ (১)জানুয়ারী, ২০২১ (২) । বিভিন্ন সমসাময়িক লেখালিখির পাশাপাশি ভাইয়া মাঝে সাঝেই ব্লগ মাতানো ভাইয়ামনি আর আফামনিদের হাক ডাক দিয়ে সচল রেখেছেন।

১৯।হাবিব স্যার জুন থেকে ডিসেম্বর এবং আমারে স্যার ডাকবা জুলাই থেকে ডিসেম্বর বছরের আধা সময় ধরে সচল ছিলেন ব্লগে। দুজনের জন্যই রইলো ভালোবাসা।

২০।ইসিয়াক - ভাইয়া তার গল্পের ঝুড়ি নিয়ে সারাটা বছর ছিলেন আমাদের সাথে সচল। ডিসেম্বর, ২০২১ (৯)নভেম্বর, ২০২১ (১০)অক্টোবর, ২০২১ (১১)সেপ্টেম্বর, ২০২১ (১০)আগস্ট, ২০২১ (১৪)
জুলাই, ২০২১ (১৪)জুন, ২০২১ (১৩)মে, ২০২১ (১৩)এপ্রিল, ২০২১ (১২)মার্চ, ২০২১ (১৫)ফেব্রুয়ারী, ২০২১ (৮)জানুয়ারী, ২০২১ (৮)ভাইয়া লিখেছেন সারা বছর জুড়ে।

২১। কামাল১৮ - ভাইয়া কোনো ব্লগ লিখেনি বটে তবে মন্তব্যে সচল থেকেছেন সারা বছর জুড়েই।

২২। স্বপ্নবাজ সৌরভ - ব্লগিংটাকে ভালোবাসে যারা তাদের মধ্যে ভাইয়া একজন। ভাইয়া লিখেছেন-ডিসেম্বর, ২০২১ (৮) নভেম্বর, ২০২১ (১)অক্টোবর, ২০২১ (২)সেপ্টেম্বর, ২০২১ (২)আগস্ট, ২০২১ (৬)জুলাই, ২০২১ (১)মে, ২০২১ (১)। যদিও ভাইয়া পুরো বছর না। বছরের মাঝ থেকে শুরু করেছিলেন। তবুও শেষ পর্যন্ত সচল ছিলেন।

২৩।আবদুল হাক - অনেকেই জানে না এই ভাইয়া আমাকে একদিন পাগলা সাহস না দিলে আমি জানতামও না যে আমিও কাব্য লিখতে পারি। ভাইয়ার উদ্যম ও সাহসী জীবনের প্রতি রইলো আমার শুভকামনা। ভাইয়াকে এ বছরে সচল দেখেছি আগস্ট মাস হতে। ভাইয়া লিখেছেন- ডিসেম্বর, ২০২১ (৭)নভেম্বর, ২০২১ (৬)
সেপ্টেম্বর, ২০২১ (২)আগস্ট, ২০২১ (৩)।

২৪। মিরোরডডলডিসেম্বর, ২০২১ (১)অক্টোবর, ২০২১ (১)
জুলাই, ২০২১ (১)জুন, ২০২১ (১)মে, ২০২১ (১) ফেব্রুয়ারী, ২০২১ (১)। তার পোস্টের সংখ্যা হয়ত কম কিন্তু সারাবছর ধরে ব্লগে পোস্টে পোস্টে কমেন্টে কমেন্টে সচল যদি কেউ থাকে তো তার নামটা প্রথম সারিতেই থাকবে। আর এই মিষ্টি মেয়েটা তার সোজা সাপটা কথার যাদুতে আর আল্লাদে আল্লাদে আমাদেরকে সোজা পথে তবে ভালোবাসায় জড়ায়। স্পষ্টভাষী অকুতভয় এমন মেয়েই তো চাই আমাদের।

২৫। রাজীব নূর- হাজারও অভিযোগ রাগ ক্ষোভ, গালমন্দ মাথায় নিয়ে, সব প্রতিকূলতা পায়ে দলে এক পায়ে দাঁড়িয়ে আছেন যিনি তিনি আমাদের রাজীবভাইয়া। সারাবছর সচল থেকেছেন তিনি সচলের মত করেই। ভাইয়াকে ভালোবাসা তার কন্যাকে নিয়ে লেখা লেখাগুলির জন্য বেশি বেশি। আর নানা তর্ক বিতর্কের মাঝ দিয়েও ভাইয়া সারা বছর লিখেছেন- ডিসেম্বর, ২০২১ (৫০)নভেম্বর, ২০২১ (৪৯)অক্টোবর, ২০২১ (৩৩)সেপ্টেম্বর, ২০২১ (২৭)আগস্ট, ২০২১ (৩০)
জুলাই, ২০২১ (১৫)জুন, ২০২১ (৩৬)মে, ২০২১ (১০১)এপ্রিল, ২০২১ (১৩৩)মার্চ, ২০২১ (১০৬)ফেব্রুয়ারী, ২০২১ (৮৭)জানুয়ারী, ২০২১ (৬০)।

মিররডডল, শুভ এবং একলব্য, ঢুকিচেপা, সাড়ে চুয়াত্তর বিশেষভাবে সচল এবং প্রিয় ছিলেন আমার চোখে। :)

মাঝে মাঝে উঁকি দিয়েছেন যারা-
১।আখেনাটেন -সেপ্টেম্বর, ২০২১ (১)জুন, ২০২১ (১)এপ্রিল, ২০২১ (২) ফেব্রুয়ারী, ২০২১ (৩) মাধাবী এবং প্রিয় এই ভাইয়া এবছরে মনে হয় একটু কমই লিখেছেন।

২। ভূয়া মফিজ- এই মেধাবীভাইয়াটা তার নানামূখি লেখার ঝুলি নিয়ে সারাটা বছরই প্রায় সচল ছিলেন তবুও তাকে কম দেখা যাচ্ছে ইদানিং। ভাইয়া লিখেছেন- ডিসেম্বর, ২০২১ (১)নভেম্বর, ২০২১ (১)
সেপ্টেম্বর, ২০২১ (১)আগস্ট, ২০২১ (২)জুলাই, ২০২১ (২)জুন, ২০২১ (৩)মে, ২০২১ (৩)এপ্রিল, ২০২১ (৪)মার্চ, ২০২১ (১)
ফেব্রুয়ারী, ২০২১ (৪)জানুয়ারী, ২০২১ (৩) অনেক ভালো থেকো ভাইয়ামনি।

৩। ঢুকিচেপা ভাইয়া কম পোস্ট লিখছেন কিন্তু কমেন্টে কমেন্টে মন কেড়ে নিয়েছেন আমাদের। :) ভাইয়ার পোস্টগুলো-জুন, ২০২১ (১)মে, ২০২১ (১)ফেব্রুয়ারী, ২০২১ (১) ।

৪। ওমেরা - জুনের পরে ওমেরামনির পোস্ট দেখিনি আমরা।

৫। আমিসাজিদ ভাইয়ার পোস্টের চেয়ে বছরের মাঝামাঝি সময়ে সরব উপস্থিতি দেখা গেছে।

৬। রাকু হাসান - ইনি একজন টেকি ব্লগার কিন্তু এই বছরে কেনো যেন এই দুটি ছাড়া আর কোনো লেখা দেখা যায়নি। মে, ২০২১ (১) সেপ্টেম্বর, ২০২০ (১)

৭।অজ্ঞ বালক - অজ্ঞ নাম হলেও তিনি মোটেও অজ্ঞ নহেন। তাহা উনার লেখাগুলি পড়লেই সবাই জানবেন। তবে কেনো যেন থেমে গেলো ভাইয়াটা। পোস্টগুলি জুলাই, ২০২১ (১)মার্চ, ২০২১ (৪)
ফেব্রুয়ারী, ২০২১ (৬)জানুয়ারী, ২০২১ (১)

৮। নেওয়াজ আলি - ভাইয়া তুমি লক্ষী। ভাইয়াকে দেখলেই এটাই মনে হয় আমার। লেখার চাইতেও ভাইয়া পাঠেই মনোযোগী বেশি।নভেম্বর, ২০২১ (২) অক্টোবর, ২০২১ (২)সেপ্টেম্বর, ২০২১ (২)জুন, ২০২১ (১)মে, ২০২১ (৩)এপ্রিল, ২০২১ (৩)ফেব্রুয়ারী, ২০২১ (১)জানুয়ারী, ২০২১ (৩)। সারা বছরই ভাইয়া সচল ছিলো নানা রকম লেখা নিয়েই।

৯। করুনাধারা খুব খুব কম সচল থাকলো আপুটা এ বছরে। নেক্সট ইয়ার অনেক অনেক দেখতে চাই।

১০। ডঃ এম এ আলীঅন্যান্য বছরের তুলনায় ভাইয়ার লেখার সংখ্যা কম ছিলো বটে তবে যে কটা লিখেছেনসবই অমূল্য সম্পদ। ডিসেম্বর, ২০২১ (১)জুন, ২০২১ (৪)মে, ২০২১ (১)ফেব্রুয়ারী, ২০২১ (১)

১১। নীল আকাশ সারা বছফর জুড়েই ভাইয়ার উপস্থিতি ছিলো ব্লগের পাতায়। ভাইয়া লিখেছেন- ডিসেম্বর, ২০২১ (২)নভেম্বর, ২০২১ (১)অক্টোবর, ২০২১ (১)সেপ্টেম্বর, ২০২১ (৫)জুলাই, ২০২১ (২)
জুন, ২০২১ (২)মে, ২০২১ (১)এপ্রিল, ২০২১ (৩)মার্চ, ২০২১ (১)ফেব্রুয়ারী, ২০২১ (৪)জানুয়ারী, ২০২১ (৩)

১২। পদাতিক চৌধুরী ভাইয়া তার গল্পের ঝুলি নিয়ে সারা বছর মাতিয়ে রেখেছিলেন আমাদেরকে। ভাইয়া লিখেছেন- সেপ্টেম্বর, ২০২১ (৩)আগস্ট, ২০২১ (৩)জুলাই, ২০২১ (২)মে, ২০২১ (১)এপ্রিল, ২০২১ (১)মার্চ, ২০২১ (২)ফেব্রুয়ারী, ২০২১ (১)জানুয়ারী, ২০২১ (২)।

১৩। রামিসা রোজা, - এই আপুটা মাঝে কিছুদিন সচল থেকে কোথায় যে চলে গেলো! :(

১৪। কাছের মানুষ সারা বছর জুড়ে সচল ছিলো ভাইয়াটা।

১৫। কাতিআশা - মার্চ থেকে অক্টোবর সচল ছিলেন আপুনিটা।

১৬।মেহবুবা- এই আপু টা অনেকদিন পর এই বছরে মাঝে মাঝেইএসে গেছেন আমাদের মাঝে।

১৭। নীল দর্পন - জীবনের সুসংবাদসহ আপু মাঝে মাঝেই এসে গেছে আমাদের মাঝে।

১৮।জিকোব্লগ ভাইয়ার কোনো পোস্ট নেই। কিন্তু কমেন্টে কমেন্টে সচল তিনি ব্লগে। বিশেষ করে আমার একটি গাধা বিষয়ক পোস্টে ভাইয়ার সরব উপস্থিতি আমাকে মুগ্ধ করেছিলো।

১৯।মলাসইলমুইনা - ভাইয়াকে কম দেখা গেছে এ বছরে। কিন্তু প্রিয় ভাইয়ার বুক রিভিউটা আমার এ যাবৎকালের দেখা সর্ববৃহৎ সংখ্যক তালিকায় থেকে যাবে।

২০। নূর মোহাম্মদ নূরু, বছরের অক্টোবর পর্যন্ত অনেক পোস্ট দিয়ে কোথায় হারিয়ে গেলো!

২১। বিদ্রোহী ভৃগু এই আধ্যাত্মিক সাধক টাইপ ভাইয়াটা সারা বছরই সচল ছিলেন নানা রকম লেখা নিয়ে। ভাইয়া লিখেছেন ডিসেম্বর, ২০২১ (১)আগস্ট, ২০২১ (২)জুলাই, ২০২১ (৩)মে, ২০২১ (১)এপ্রিল, ২০২১ (১)মার্চ, ২০২১ (৩)ফেব্রুয়ারী, ২০২১ (১)

২২। পুলহ আপুনিটা মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় সারা বছর জুড়েই একটা দুইটা করে লেখা লিখেও সচলই ছিলেন।

২৩। দেশ প্রেমিক বাঙালী,এই ভাইয়াটাও প্রায় সারা বছর জুড়েই সচল ছিলেন ব্লগের পাতায়।

২৪। মাসুদূর রহমান রাজন মে থেকে অক্টোবর নিয়মিত সচল ছিলেন ভাইয়াটা.....

২৫। সামিয়া - আপুনিটা সচল ছিলো পুরোটা বছর জুড়েই। নভেম্বর, ২০২১ (২)অক্টোবর, ২০২১ (১)জুলাই, ২০২১ (২)জুন, ২০২১ (৫)মে, ২০২১ (৩)এপ্রিল, ২০২১ (২)মার্চ, ২০২১ (৭)
ফেব্রুয়ারী, ২০২১ (৮)জানুয়ারী, ২০২১ (৬)। আপুর জীবনবোধ এবং ছবিগুলো নিয়ে লেখাগুলি ব্লগের পাতায় দেখা গেছে সারা বছরই।

২৬। কালো যাদুকর - এই ভাইয়াটাও সারাবছরই সচল ছিলেন তার গল্প ও কবিতার ঝুলি নিয়ে। ভাইয়া লিখেছেন ডিসেম্বর, ২০২১ (২)নভেম্বর, ২০২১ (২)অক্টোবর, ২০২১ (১)সেপ্টেম্বর, ২০২১ (২)আগস্ট, ২০২১ (১)জুলাই, ২০২১ (৩)জুন, ২০২১ (১)মে, ২০২১ (১)মার্চ, ২০২১ (১)ফেব্রুয়ারী, ২০২১ (২)জানুয়ারী, ২০২১ (২)। ভাইয়ার জন্য রইলো ভালোবাসা।

২৭। রোকসানা লেইস এই আপুটাকে আমার মনে হয় মর্ত্যের দেবী। আপুটা এত আনন্দে থাকেন যে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আপুর লেখা কবিতা এবং যে কোনো থটফুল লেখাই আসলে ব্লগের সম্পদ। আপু লিখেছেন নভেম্বর, ২০২১ (১), অক্টোবর, ২০২১ (৪),সেপ্টেম্বর, ২০২১ (৩),আগস্ট, ২০২১ (৬),জুলাই, ২০২১ (৫)জুন, ২০২১ (৯),মে, ২০২১ (৪), এপ্রিল, ২০২১ (৫), মার্চ, ২০২১ (৮),ফেব্রুয়ারী, ২০২১ (৫),জানুয়ারী, ২০২১ (২)।অনেক ভালোবাসা আপুটার জন্য।


২৮। নিয়াজ সুমন - ভাইয়া সারা বছর সচল ছিলেন তার লেখাগুলি নিয়ে। ভাইয়া লিখেছেন ডিসেম্বর, ২০২১ (১),নভেম্বর, ২০২১ (১), জুন, ২০২১ (৪), এপ্রিল, ২০২১ (১),মার্চ, ২০২১ (১),জানুয়ারী, ২০২১ (২) ।


২৯। আলমগীর সরকার লিটন ভাইয়া সারা বছর ছিলেন সামুর পাতা জুড়ে। ভাইয়া লিখেছেন ডিসেম্বর, ২০২১ (২৪),নভেম্বর, ২০২১ (২৫)অক্টোবর, ২০২১ (২৫),সেপ্টেম্বর, ২০২১ (২৬),আগস্ট, ২০২১ (২৪), জুলাই, ২০২১ (৪), জুন, ২০২১ (২৫), মে, ২০২১ (১৬), এপ্রিল, ২০২১ (৪), মার্চ, ২০২১ (৯), ফেব্রুয়ারী, ২০২১ (২৩)জানুয়ারী, ২০২১ (২৬) অনেক ভালোবাসা ভাইয়ামনি তোমাকে তোমার সচলতা জানিয়ে যাবার জন্য।

৩০। পদ্মপুকুর ভাইয়া ইদানিং যদিও ব্যস্ত খানিক তবুও চেষ্টা চানিয়েছিলেন সচল থাকতে। ভাইয়া লিখেছেন, মে, ২০২১ (১),এপ্রিল, ২০২১ (২),ফেব্রুয়ারী, ২০২১ (২),জানুয়ারী, ২০২১ (৩) ।

৩১। নতুন নকিব ভাইয়া অনেক অনেক পোস্ট লিখেছেন। এই পোস্টগুলোও আমার জন্য কঠিন তাই চোখের পাতায় শুধু সহজবোধ্য গুলোই ভেসেছিলো । আপডেট করে দিলাম। ভাইয়া লিখেছেন,
ডিসেম্বর, ২০২১ (৬)নভেম্বর, ২০২১ (১৪)অক্টোবর, ২০২১ (৭)সেপ্টেম্বর, ২০২১ (১২)আগস্ট, ২০২১ (১০)জুলাই, ২০২১ (৭)
জুন, ২০২১ (৭)মে, ২০২১ (২৩)এপ্রিল, ২০২১ (২৮)মার্চ, ২০২১ (১৩)ফেব্রুয়ারী, ২০২১ (১২)জানুয়ারী, ২০২১ (৭)।



আরেকজন আমার মহা মহা প্রিয় ভাইয়া যিনি যেমনই ঠোঁটকাটা তেমনই অন্যায় বিদ্বেষী। তিনি আমার আর ইউ ভাইয়া। ভাইয়াটা সারা বছর জুড়েই ক্ষনে ক্ষনে আন্দোলনে নেমে সচল থেকেছেনআরইউ। ভাইয়ার আন্দোলন পৃথিবীর শেষ দিন মানে ধ্বংস হয়ে যাবার পরেও তেলাপোকাদের সাথে টিকিয়া থাকবে কিনা সেই নিয়ে আমি চিন্তায় আছি।


হারিয়ে যাওয়া ব্লগারেরা অনল চৌধুরী
মা.হাসান
দেয়ালিকা বিপাশা :( তাদের লেখাগুলি আর দেখিনা বলে আমি চিন্তিত এবং দুঃখিতও বটে।

আরও কিছু ব্লগার আপারা যারা অবাক ব্লগার সবাক ব্লগার চমক লাগিয়ে হারিয়ে গেছেন।
দয়িতা আপা, আমেনা আপা আরও কে কে যেনো..নাম ভুলে গেলাম তো!
মিস করছি সবাইকেই। :( সচল ছিলেন তারা আর তাদেরকে দেখিনা । এ বছরে যারা সচল পরের বছরে হয়ত থাকবে না এটাই নিয়ম। জগতের নিয়ম।তবুও মিস করি সবাইকেই।


যাইহোক চিরায়ত সামু পাগলা পাগলীরা-
১। আমি :) লিখেছি অক্টোবর, ২০২১ (২)আগস্ট, ২০২১ (১)
জুলাই, ২০২১ (১)জুন, ২০২১ (১)মে, ২০২১ (১)এপ্রিল, ২০২১ (১)মার্চ, ২০২১ (১)ফেব্রুয়ারী, ২০২১ (১)জানুয়ারী, ২০২১ (১)
অনলাইন ক্লাস পরিচালনার কলা কৌশল,এই বসন্তে আমার গৃহসজ্জা আর আমি আর আমার বাসন্তী শুভেচ্ছা,সাজিয়ে দেই সকাল দুপুর সন্ধ্যা রাত্রীর খানা এবং পিনা,আমার পাপেট শো করোনা ভাইরাস এবং হাবু - উৎসবহীন এই বৈশাখে ছোট্টমনিদের জন্য আমার ছোট্ট প্রয়াস,আমার ঈদ সংখ্যা ২০২১ - সবাইকে আমার ব্লগ বাড়ীতে ঈদের দাওয়াৎ,সুন্দর বা নান্দনিক ছবি মানে কি? কাকে বলে? কেনো বলে? কিভাবে তুলবো? কিভাবে দেখবো?,একটি ছুটির দরখাস্ত,শরৎ যাচ্ছে চলে,পেডাগোজিকাল ট্রানজিশন- শিশু শিক্ষনে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য কি ধরনের উদ্যোগ নেয়া যায় ...... :) :)
২। সোহানীআপুনি সারা বছরই সচল ছিলেন নানা রকম মূল্যবান লেখা নিয়ে।
৩। জুনআপুনি তার চিরায়ত ইবনে বতুতা পোস্ট নিয়ে সচল ছিলেন পুরো বছর।
৪। মনিরা মনিরা আপুনি সচল ছিলেন বছরের পুরোটা জুড়েই তার অসাধারণ সব লেখা নিয়ে।
৫। হাসান মাহবুব- ভাইয়া তার অসাধারণ সব গল্প নিয়ে সারা বছর জুড়েই ছিলেন আমাদের সাথে।

চিরতরে হারিয়েছি-
প্রিয় গল্পকারআবু হেনা আশরাফুলভাইয়াকে এবং আরেক প্রিয় গল্পকার ওবায়দুল হক ভাইয়াকে। আরেকজনকেও দেখিনা অনেক অনেকদিন সামুপাগলা আপু। অনেক মিস করি তাকে। :(

আর একজনকে সদা ও সর্বদা দেখা গেছে অবিরল অনবরত। হাজার ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি বাদলেও সে দাড়িয়ে দেখে অনড় অটল। বছরের প্রত্যেকটা দিন যার পোস্ট ছাড়া সামুর পাতা নড়েনি তার নামটা বলা অপ্রতুল। সবাই জানেন। কাজেই আপনারাই ভেবে নিন। আমি উহ্য রাখলাম। যদিও তার সুসাস্থ্য কামনা করি এবং চাই আরও শত বছর ভাইয়া দাঁড়িয়ে থাকুক এমনই অনড় অটল। ভাইয়ার জন্যও নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। :)

যাইহোক আগেই বলেছি আমার চোখে ভাসমান ব্লগারদের কথা আমি লিখেছি। আপনাদের চোখে ২০২১ এর আরও যারা যারা সচল, অচল, অল্প অল্প চলাচল ছিলো তাদের নাম জানাতে পারেন। :) আমি নিজে সেপ্টেম্বর আর নভেম্বর ছাড়া আর প্রতি মাসেই একটা হলেও ব্লগ লিখেছি। আর আমার জড়ুয়া বোনেরা অনেক অনেক অনেক লিখেছে। :)
কঙ্কাবতী বেহেনা
১। কেমন আছে কঙ্কাবতী?
২।যুঁথি

আমার চিলেকোঠার বহেনা মেহরিন কবিতা পড়ার প্রহর লিখেছেন-
১।এই গল্পের কি নাম দেবো?
২। সুখে থাকো জলমোতী ভালো থেকো শুভ্র
৩।চারুলতা ও একটি নিমগাছ.....
৪।তোমার কাছে যাবো
৫।এই আসন্ন শীতে ....
৬।বনে যদি ফুটলো কুসুম নেই কেন সেই পাখি
৭।শেষ কথা
৮।পাখি আমার একলা পাখি

নীলমনি বেহেনা লিখেছেন-
১। নীলা
২। প্রতিচ্ছবি
৩। তোমার কাছে আসবো বলে তোমাকেই হারালাম
৪।আকাশে সূর্য্য আছে যতদিন
৫।মাই হার্ট ইজ অলওয়েজ রাইটিং লাভ লেটারস টু ইউ
৬।পৃথিবীও একদিন হয়ে যাবে শেষ আমাদের প্রেম তবু হবে নাতো ক্ষয়
৭।আমার চোখের জলের মাঝে তোমার স্বপ্নকমল আছে
৮।এক গাধা আর এক গাধীর ভালোবাসার গল্প
৯।বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা
১০।তোমায় ভুলে বলো যাবো কোনখানে
১১।এই নীলমনিহার এই স্বর্নালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো
১২।তুমি শুধু তুমি

বাপরে! আমার সাথে সাথে আমার জড়ুয়া বেহেনারাও কত্ত কত্ত সচল দেখেছো সবাই? :)
আমরা সবাই রাজা আমাদেরই সামুর রাজত্বে.....

সবার জন্য ভালোবাসা ও নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরটিও সবাই অসাধারন, অতি সাধারণ, শুধুই সাধারণ বা কমেন্টে কমেন্টেও সচল থাকুন। ভালো থাকুন। আনন্দে থাকুন, মহানন্দে। ঠিক আমার মত এই প্রত্যাশায়। :)
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:০০
১৩১টি মন্তব্য ১৩৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও যাবো একটু দূরে !!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২২

আমিও যাবো একটু দূরে
যদিও নই ভবঘুরে
তবুও যাবো
একটু খানি অবসরে।
ব্যস্ততা মোর থাকবে ঠিকই
বদলাবে শুধু কর্ম প্রকৃতি
প্রয়োজনে করতে হয়
স্রষ্টা প্রেমে মগ্ন থেকে
তবেই যদি মুক্তি মেলে
সফলতা তো সবাই চায়
সফল হবার একই উপায়।
রসুলের... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

×