somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মানুষ কেন কবিতা লেখে".........কবিতা সংকলন ডিসেম্বর-২০২৩!

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবিতার যা ক্ষমতা তাই হলো কবিতার স্বরূপ। কবিতার স্বরূপ লুকিয়ে থাকে মানবের শিল্পসৃষ্টির মধ্যে। এই শিল্প প্রকাশের জন্য মানুষ কবিতা লেখে। ইন্দ্রিয়ানুভুতি, প্রত্যয়, প্রেরণা, আবেগ, অনুভব এসব মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে কবিতা হৃদয়ে দোলা দেয়, তাই মানুষ কবিতা লেখে।

মানুষের মনের ভিতর যখন দ্বন্দ হয়, সৌন্দর্য ও মহত্বের মধ্যে, যুক্তি ও ভাবের মধ্যে, বিশেষ ও সামান্যের মধ্যে, ক্লাসিক্যাল ও রোমান্টিক ধারার মধ্যে, তখন মানুষ অস্থির হয়ে ওঠে, এই অস্থিরতার প্রভাবে মানুষ কবি হয়ে ওঠে, আর তখন মানুষ কবিতা লেখে।

কবিতা মানবমননে চিরন্তন আবেগ যা আলোকিত সত্যে জীবনকে অবগাহন করায়। কবিতা এক আত্মিক মূল্যবোধের ভেতর মানবিক কল্যাণের পথে সভ্যতাকে চালিত করে, কবিতা ব্যক্তিহৃদয়কে শব্দের মাধূর্যে প্রদর্শন করে। তাই মানুষ কবিতা লেখে।

কবিতা রীতিনিষ্ঠ ও অভিব্যক্তিবাদীদের প্রত্যাশা আর পূর্ণতার অনিবার্য সত্ত্বা। কবিতা আত্মার পিপাসা মেটানোর এক অপূর্ব জলধার।

একবিংশ শতাব্দীতে নতুন করে সবচেয়ে বিস্ময়করভাবে আবির্ভূত কবি, আমাদের জীবনানন্দের কয়েকটি কথা .............
"সকলেই কবি নয়। কেউ কেউ কবি ; কবি, কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্যবিকীরণ তাদের সাহায্য করেছে। কিন্তু সকলকে সাহায্য করতে পারে না ; যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে তারাই সাহায্যপ্রাপ্ত হয় ; নানারকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়।"

আমাদের এই ব্লগের অন্যতম মেধাবী, অন্যতম সৃষ্টিশীল ও প্রাজ্ঞ ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ২০১৪ সালের ১৩ই মে "কবিতা কেন লিখি" এ বিষয় নিয়ে একটি পোস্ট করেছিলে............
- একজন মানুষ যেভাবে কবি হয়ে ওঠেন; কেন কবিতা লিখি

আমি বিজন রয় কেন কবিতা লিখি...............

নিজের ভিতর ক্রমাগত সংক্রামিত হতে থাকা
কিছু সহৃদয় সংবাদ প্রকাশ করতে
সভ্যতার আলোরেখায়
নক্ষত্র পোষার শর্তে
যুগান্তরের পথে চলার জন্য আমি কবিতা লিখি...

অহোরাত্রি মানুষের আর্তিময় ধ্বনি বা
আবেগময় আর্তি শুনে,
আকন্ঠ মায়াজালের তৃষ্ঞা মেটাতে,
অস্তিত্বের স্বাদ চেটে-পুটে খেতে
অনিবার্যভাবে আমি কবিতা লিখি....
সম্প্রীতির আলোর বন্ধনে
হৃদয়ের সশব্দ অভ্যার্থনায় দ্রবীভূত হতে আমি কবিতা লিখি......
........

তাই বলি, চন্দ্রাসক্ত আলোকমালায় কোজাগরী বিহ্বলতায় অগণন শতাব্দীকে আলিঙ্গন করতে তুমিও কবিতা লেখ, কবিতা লেখ আর কবিতা লেখ।



আসি ডিসেম্বর ২০২৩ এর কবিতা প্রসঙ্গে। ডিসেম্বর মাসে মোট কবিতা পোস্ট হয়েছে ১৯৩ টি।

প্রথম কবিতা ছিল... পাজী-পোলা - পুরুষ আমি মাংস খুঁজি
মাসের বা বছরের শেষ কবিতা ছিল... সাইফুলসাইফসাই - প্রভাতের ফুল

কবিতাগুলির তালিকা করেছি সপ্তাহ ধরে যেটা আগে পোস্ট হয়েছে সেটা অনুযায়ী। শুধুমাত্র একজনের একটি কবিতা এই পোস্টে সংযুক্ত করিনি। আগের মতো অত কবিতা পোস্ট না হলেও যতগুলো হয়েছে সেটাও কম নয়। তবে কবিতার মান ও স্তর নিয়ে পরবর্তী কবিতা সংকলন পোস্ট সমূহে পর্যায়ক্রমে কথা বলা যাবে। তবে সবার কবিতা সবসময় সেরা মানের হবে এটা আশা করা ঠিক নয়।

সেরা ১৫টি কবিতাঃ
০১. পাজী-পোলা - মন্থন হও
০২. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৫
০৩. আলমগীর সরকার লিটন - গন্ধের হাওয়া গরম
০৪. মাসুদ রানা শাহীন - ভুল...
০৫. তানভীর রাতুল - শব্দ দিয়ে লেখা
০৬. জিএম হারুন -অর -রশিদ - নীলা’পা
০৭. কাজী ফাতেমা ছবি - কিছু ফুল ও প্রকৃতির ছB
০৮. সোনালী ডানার চিল - প্রিয় শহর
০৯. ইসিয়াক - মুক্তিযুদ্ধের কবিতাঃ ফিরে দেখা একাত্তর
১০. Subdeb ghosh - ভালোবাসার চোখে জল
১১. স্বর্ণবন্ধন - শোকাচ্ছ্বাস
১২. আহমেদ রুহুল আমিন - ।। স্বাদ....।।( উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষার ছড়া )
১৩. প্রামানিক - শীতে জামাই পিঠা
১৪. কবি হাফেজ আহমেদ - স্তব্ধতা
১৫. মহাজাগতিক চিন্তা - শান্তির চিরন্তন প্রবাহ

উপরোক্ত ১৫টি কবিতা ছাড়াও আরো অনেক ভালো কবিতা আছে । বিশেষ সেলিম আনোয়ার, জিএম হারুন -অর -রশিদসহ অনেকের কবিতা আছে। কবিতা বাছাইয়ের ব্যাপারে আপনার পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

কবিতা সংকলন পোস্ট উপলক্ষে আমাদের প্রয়ি ব্লগার ডঃ এম আলী একটি কবিতা পোস্ট করেছেন। আমার কাছে সেটি বিশেষ কিছু, তাই এটি আলাদাভাবে দেখতে পারি..............
ডঃ এম এ আলী - স্বপ্নচারি ব্যর্থ প্রেমের পরম প্রাপ্তি



কবিতা - ডিসেম্বর ০১-০৭, ২০২৩ঃ

০১. পাজী-পোলা - পুরুষ আমি মাংস খুঁজি
০২. পাজী-পোলা - মন্থন হও
০৩. খায়রুল আহসান - কবিতাঃ ডাক দিয়ে যায়
০৪. বাকপ্রবাস - মাকাল ফল
০৫. জিএম হারুন -অর -রশিদ - যৌবন
০৬. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৫
০৭. পাজী-পোলা - ঈশ্বরী
০৮. ইল্লু - কিছুক্ষণ-কটা কথা
০৯. বাকপ্রবাস - যাবে যদি প্রেম শিখে নিও
১০. আলমগীর সরকার লিটন - আন্ডা
১১. সৈয়দ মশিউর রহমান - দলবদলের ব্যবসা
১২.প্রফেসর সাহেব - ছিলটি ধামাইল/গীত
১৩.স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৬
১৪. সাইফুলসাইফসাই - তামাশা
১৫. জিএম হারুন -অর -রশিদ - তবুও প্রেম তবুওতো প্রেমিক
১৬. আলমগীর সরকার লিটন - কর্মকারে ফাঁকা
১৭. সাইফুলসাইফসাই - অবয়ব
১৮. মহাজাগতিক চিন্তা - হে অনন্ত
১৯. আলমগীর সরকার লিটন - দাঁতের খিলাল
২০. সাইফুলসাইফসাই - ভাষা
২১. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৭।
২২. মঈনউদ্দিন - মুক্তিযুদ্ধের আগুন: এক কবিতা
২৩. সেলিম আনোয়ার - সে যে মোর
২৪. মহাজাগতিক চিন্তা - কবিতার জন্য কবিতা
২৫. মোঃ মাইদুল সরকার - নতুন দিনের সূর্য
২৬. বাকপ্রবাস - হা হা হা হাহ্হা
২৭. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৮
২৮. আলমগীর সরকার লিটন - গন্ধের হাওয়া গরম
২৯. জিনাত নাজিয়া - শেষ অধ্যায়
৩০. প্রামানিক - শীতের বৃষ্টি
৩১. সাইফুলসাইফসাই - মানুষ
৩২. সামরিন হক - অকারণ
৩৩. জিএম হারুন -অর -রশিদ - একজন নারী আমাকে বলেছিলো
৩৪. আলমগীর সরকার লিটন - লঙ্কা পান
৩৫. বাকপ্রবাস - গ‌দির উপর য‌দির মা
৩৬. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ৯
৩৭. পাজী-পোলা - চিরকুট
৩৮. পাজী-পোলা - সফেদ চাচা
৩৯. মাসুদ রানা শাহীন - ভুল...

কবিতা - ডিসেম্বর ০৮-১৪, ২০২৩ঃ

৪০. জিএম হারুন -অর -রশিদ - একটি রিকশার ‌অপেক্ষায়
৪১. সাইফুলসাইফসাই - সফল বা বিজয়ী
৪২. ইসিয়াক - প্রবহমান প্রেম
৪৩. মোহাম্মদ সজল রহমান মধ্যবয়সী পুরুষ
৪৪. সেলিম আনোয়ার - ভালোবাসা যে মরে না হায় !!!!
৪৫. তানভীর রাতুল - শব্দ দিয়ে লেখা
৪৬. তন্দ্রাকুমারী - জাতিস্মর
৪৭. জিএম হারুন -অর -রশিদ - মধ্যবিত্ত স্বপ্ন দেখে
৪৮. পাজী-পোলা - আমার তো তবুও আছে
৪৯. মরুভূমির জলদস্যু - চিঠি
৫০. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১০
৫১. প্রামানিক - চিতই পিঠা
৫২. সাইফুলসাইফসাই - শান্তি যথাযথে
৫৩. ইল্লু - নীলগিরির ঝর্নায়
৫৪. নাইমুল ইসলাম - বিদ্রুপ
৫৫. আলমগীর সরকার লিটন - গায়ের নক
৫৬. জিএম হারুন -অর -রশিদ - নীলা’পা
৫৭. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১১
৫৮. পাজী-পোলা - সমস্যা হচ্ছে যে, ভুলতে পারছি না
৫৯. প্রামানিক - পিয়াজের ঝাঁজ
৬০. বাকপ্রবাস - আমি কেন পেঁয়াজ হলামনা
৬১. আলমগীর সরকার লিটন - বিষ পান
৬২. স্প্যানকড - হেলুসিনেশন চ্যাপ্টার ১২
৬৩. তন্দ্রাকুমারী - অপরাজিতা সমীপেষু
৬৪. সেলিম আনোয়ার - যদি অনুমতি দাও
৬৫. প্রতিফলন - .... কোথাও এখন নেই যে আমি
৬৬. সাইফুলসাইফসাই - রাখুন হুশ
৬৭. সেলিম আনোয়ার - এসেছে সোনার রোদ !!!!
৬৮. বাকপ্রবাস - আমার স্বপ্নগুলো সত্যি হয়ে যায়
৬৯. আলমগীর সরকার লিটন - দাম বাড়ুক
৭০. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৩।
৭১. সামরিন হক - একটি অণু কবিতা
৭২. আলমগীর সরকার লিটন - আমার
৭৩. বাকপ্রবাস - সমাধান
৭৪. কাজী ফাতেমা ছবি - কিছু ফুল ও প্রকৃতির ছB
৭৫. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৪
৭৬. পাজী-পোলা - আজ আমার শুভজন্মদিন
৭৭. তন্দ্রাকুমারী - গুপ্ত প্রেম (সনেট)
৭৮. সোনালী ডানার চিল - প্রিয় শহর
৭৯. বাকপ্রবাস - স্মৃতির ভেলা
৮০. আলমগীর সরকার লিটন - খরিদ কর
৮১. ব্লগার
৮২. কালো যাদুকর - সেদিন ছিল এদিনের চব্বিশ গুন বড়
৮৩. প্রামানিক - ভোট প্রার্থীর নামায
৮৪. মাসুদ রানা শাহীন - খুব বেশি তাড়া নেই
৮৫. সেলিম আনোয়ার - হৃদয়ে বাংলাদেশ ও বাংলা মানে

কবিতা - ডিসেম্বর ১৫-২১, ২০২৩ঃ

৮৬. রোকসানা লেইস - প্রাণে মনে
৮৭. জিএম হারুন -অর -রশিদ - ভোটের অর্থনীতি
৮৮. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৫
৮৯. সাইফুলসাইফসাই - অনাগ্রহ
৯০. মিশু মিলন - কেউ কেউ
৯১. এস এম আহমেদ মনি - কবিতা মরে না
৯২. জিএম হারুন -অর -রশিদ - আমার মায়ের বিজয় দিবস
৯৩. কবি হাফেজ আহমেদ - বিজয় দিবস
৯৪. নাইমুল ইসলাম - বিজয়ের উল্লাস
৯৫. রানার ব্লগ - শূণ্য সংসার
৯৬. বিজয়ের আনন্দ
৯৭.ইসিয়াক - মুক্তিযুদ্ধের কবিতাঃ ফিরে দেখা একাত্তর
৯৮. প্রামানিক - ক্যাচালহীন ব্লগ চাই
৯৯. সেলিম আনোয়ার - বিজয় দিবসের দুটি কবিতা
১০০. সাইফুলসাইফসাই - বিজয়ের দিন
১০১. বাকপ্রবাস - হালচাল
১০২. Subdeb ghosh - ভালোবাসার চোখে জল
১০৩. মহামতি আইভান - প্রিয় অতন্দ্রিলা
১০৫. কাজী ফাতেমা ছবি - =মনকে উচ্ছলিত করে যাও=
১০৬. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৬
১০৭. প্রামানিক - ইলেকশনের মজা
১০৮. ইল্লু - নীলকন্ঠের প্রলাপ
১০৯. জিএম হারুন -অর -রশিদ - মাতৃঋণ-১
১১০. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৭।
১১১. নাইমুল ইসলাম - বুড়ো
১১২. রাজীব নুর - সর্বনাশের সংকেত
১১৩. সেলিম আনোয়ার - ব্লগ ডে আর তুমি- আমি -আমরা
১১৪. সাইফুলসাইফসাই - সনাক্ত কর
১১৫. প্রামানিক - ব্লগ দিবসের অনুষ্ঠানে
১১৬. সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - মানুষের ভুল কিংবা ভুলের মানুষ
১১৭. মৌন পাঠক - রহম কর মালিক!
১১৮. জিএম হারুন -অর -রশিদ - আমার পলাতক জীবন
১১৯. সেলিম আনোয়ার - তোমরা কী তবে এখন অস্বীকার করো?
১২০. খায়রুল আহসান - কবিতাঃ জীবনের সরলাংক
১২১. সত্যপথিক শাইয়্যান - আজব গ্রামের জগাই-মগাই
১২২. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৮
১২৩. প্রামানিক - নির্লোভ ভাসানি
১২৪. বাকপ্রবাস - ছেড়ে দে মা কেঁদে বাঁচি
১২৫. স্বর্ণবন্ধন - শোকাচ্ছ্বাস
১১৬. সাইফুলসাইফসাই - উষ্ণ
১১৭. মৌন পাঠক - হৃদয়ে চোরাবালি
১১৮. কবি হাফেজ আহমেদ - ভোরের আলো
১১৯. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ১৯
১২০. সেলিম আনোয়ার - তুমি ছাড়া চাঁদ পূর্ণিমা রাত
১২১. মাসুদ রানা শাহীন - আজ খুশির আগুনে
১২২. নীলসাধু - শালার পুতের শইলে গরম বেশী
১২৩. নাইমুল ইসলাম - মরিচা পড়া শখ

কবিতা - ডিসেম্বর ২২-২৮, ২০২৩ঃ

১২৪. মৌন পাঠক - ব্যর্থ প্রেমিক!
১২৫. Subdeb ghosh - দেখো রাত্রি নেমেছে
১২৬. সাইফুলসাইফসাই - ২০১৪ সাল
১২৭. মৌন পাঠক - তোমার আমার প্রেম
১২৮. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ২০।
১২৯. মৌন পাঠক - সহ-নাগরিক
১৩০. রাজীব নুর - অযথাই ভয়
১৩১. বাকপ্রবাস - চোর
১৩২. পবন সরকার - নির্বাচনের ডামাডোল
১৩৩. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ২১।
১৩৫. বিদ্রোহী ভৃগু - আকাশ রেল
১৩৬. আহমেদ রুহুল আমিন - ।। স্বাদ....।।( উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষার ছড়া )
১৩৭. মৌন পাঠক - প্রেম কাব্য
১৩৮. ইল্লু - ওপেন টি বায়োস্কোপ
১৩৯. চন্দ্ররথা রাজশ্রী - কুয়াশার দিন
১৪০. বাকপ্রবাস - মরেনা কেহ টিকটকের দুনিয়া
১৪১. স্বপ্নবাজ তরী - অভিশাপ
১৪২. আলমগীর সরকার লিটন - শঙ্খচিলে বাবা
১৪৩. রানার ব্লগ - আমাদের গল্প গুলো
১৪৪. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ২২
১৪৫. সাইফুলসাইফসাই - মাঝি চিন্তিত
১৪৬. মৌন পাঠক - প্রেম গাথা
১৪৭. খায়রুল আহসান - না বলা কথা
১৪৮. স্বর্ণবন্ধন - হৈমবতী এসো
১৪৯. ইমন তোফাজ্জল - ইম্পর্টেন্ট কাজ
১৫০. সোমহেপি - জেগে থাকা মানেই
১৫১. সেলিম আনোয়ার - দীঘিতে শৈবালের এক বিন্দু শিশির...
১৫২. জিএম হারুন -অর -রশিদ - আমাকেই ছুঁড়ে দিলাম টুকরো টুকরো করে
১৫৩. সাইফুলসাইফসাই - অর্ধচন্দ্র
১৫৪. বাকপ্রবাস - কোন ছেলেটা ?
১৫৫. প্রামানিক - শীতে জামাই পিঠা
১৫৬. আলমগীর সরকার লিটন - উঠানে হাহাকার
১৫৭. সামরিন হক - পথ নাই।
১৫৮. বাকপ্রবাস - রাশাপ্রেম
১৫৯. কবি হাফেজ আহমেদ - স্তব্ধতা
১৬০. আলমগীর সরকার লিটন - আহা শীত
১৬১. জাদিদ - নষ্টদের দখলে!
১৬২. স্প্যানকড - হেলুসিনেশন। চ্যাপ্টার ২৩
১৬৩. স্বর্ণবন্ধন - অবতল
১৬৫. মহাজাগতিক চিন্তা - শান্তির চিরন্তন প্রবাহ
১৬৬. সেলিম আনোয়ার - কবিতা পাঠ করে তোমরা হয়তো বিরক্ত!!! ও একটি রূপোর চাঁদ
১৬৭. মৌন পাঠক - মধ্যবিত্ত জীবন
১৬৮. বাকপ্রবাস - চিল্লাইয়া বলে ঠিক কিনা!!
১৬৯. আলমগীর সরকার লিটন - কার কি
১৭০. সাইফুলসাইফসাই - উদাসিন
১৭১. প্রামানিক - মজার খাওয়া
১৭২. মাসুদ রানা শাহীন - আমি বলেই যাবো

কবিতা - ডিসেম্বর ২৯-৩১, ২০২৩ঃ

১৭৩. আলফ্রেড বি - রাতের কাব্য
১৭৫. কবি হাফেজ আহমেদ -প্রকৃতির রঙঢঙ হৃদয়ে মাখি
১৭৬. জিএম হারুন -অর -রশিদ - ঘুম- অঘুমের খেলা
১৭৭. ডঃ এম এ আলী - স্বপ্নচারি ব্যর্থ প্রেমের পরম প্রাপ্তি
১৭৮. ইসিয়াক - শুভঙ্করের ফাঁকি
১৭৯. জিনাত নাজিয়া - বিবর্ণ পত্রপল্লব
১৮০. রূপক বিধৌত সাধু - একদিন অনেকদিন
১৮১. বাকপ্রবাস - ৭ই জানুয়ারী
১৮২. প্রামানিক - কাক-কবুতরের সংলাপ
১৮৩. স্প্যানকড - স্প্যানকড !
১৮৪. জিএম হারুন -অর -রশিদ- সংবিধান সংশোধন
১৮৫. সাইফুলসাইফসাই - পূর্ণ যৌবন
১৮৬. সুদীপ কুমার - বিকৃতি
১৮৭. স্বপ্নের শঙ্খচিল - প্রিয়তমার জন্য
১৮৮. আলমগীর সরকার লিটন - কি সুখ পেলে
১৮৯. জিএম হারুন -অর -রশিদ - এই শহরের সব ডাকবাক্স চুরি হয়ে গেছে
১৯০. বৈশাখী ঝড় - নৈসর্গিক প্রেম
১৯১. কাজী ফাতেমা ছবি -=চলে যায় পুরাতন, নতুন আলো এই উঠলো বলে=
১৯২. সেলিম আনোয়ার - জানি আমি তোমার কাছে যাবো,.. পুরাতন অধ্যায় হে বিদায়...
১৯৩. সাইফুলসাইফসাই - প্রভাতের ফুল

যারা নিয়মিত কবিতা লিখছেন, কবিতার চর্চা করছেন, ব্লগে পোস্ট করছেন, তাদের সহ সকল লেখক ব্লগার বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।


.
.
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫
৪৩টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বারবাজারে মাটির নিচ থেকে উঠে আসা মসজিদ

লিখেছেন কামরুল ইসলাম মান্না, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪০

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নে মাটির নিচ থেকে মসজিদ পাওয়া গেছে। এরকম গল্প অনেকের কাছেই শুনেছিলাম। তারপর মনে হলো একদিন যেয়ে দেখি কি ঘটনা। চলে গেলাম বারবাজার। জানলাম আসল... ...বাকিটুকু পড়ুন

সৎ মানুষ দেশে নেই,ব্লগে আছে তো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮








আশেপাশে সৎ মানুষ কেমন দেখা যায়? উনারা তো নাকি একা থাকে, সময় সুযোগে সৃষ্টিকর্তা নিজের কাছে তুলে নেয় যা আমাদের ডেফিনিশনে তাড়াতাড়ি চলে যাওয়া বলে। আপনি জীবনে যতগুলো বসন্ত... ...বাকিটুকু পড়ুন

পরিবর্তন অপরিহার্য গত দেড়যুগের যন্ত্রণা জাতির ঘাড়ে,ব্যবসায়ীরা কোথায় কোথায় অসহায় জানেন কি?

লিখেছেন আরেফিন৩৩৬, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:৫৭


রমজানে বেশিরভাগ ব্যবসায়ীকে বেপরোয়া হতে দেখা যায়। সবাই গালমন্দ ব্যবসায়ীকেই করেন। আপনি জানেন কি তাতে কোন ব্যবসায়ীই আপনার মুখের দিকেও তাকায় না? বরং মনে মনে একটা চরম গালিই দেয়! আপনি... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯

মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা বলতে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

×