ফুলের নাম : শিবজটা
অন্যান্য নাম : শিবঝুল, ব্রহ্মজটা, হারিটামুঞ্জুরি।
ইংরেজি ও কমন নাম : Acalypha Cat Tail, Caterpillar Plant, Chenille Plant, Philippines Medusa, Red hot cat's tail, Fox tail, Hispid Copperleaf, Redspike Copperleaf, Chenille Copperleaf ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Acalypha hispida
আদিভূমি : দক্ষিণপূর্ব এশিয়া
গাছের ধরন : শিবজটা ঝোপাকৃতির ঔষধি গুণসম্পন্ন ফুল গাছ যা টবেও লাগানো যায়।
গাছের উচ্চতা : মাটিতে এটি ১০ থেকে ১২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ৩ থেকে ৬ ফুট পর্যন্ত বিস্তিত হতে পারে।
গাছের বৃদ্ধির হার : দ্রুত বর্ধনশীল।
গাছে কাঁটা : নেই।
ফুল : লম্বাটে দীর্ঘস্থায়ী ফুল।
ফুল ফোটার সময় : নির্দিষ্ট কোন সময় নেই, সারা বছর জুড়েই ফুল ফুটতে পারে।
ফুল ফুটার ধরন : পর্যায়ক্রমে ও বারবার ফুটে।
ফুলের রং : লাল বা গাঢ় লাল।
ফুলের ঘ্রান : ফুল গন্ধহীন।
ফল : আমার জানা নেই।
পাতা : মাঝারি আকারের অনেকটা উপবৃত্তাকার সবুজ সরল পাতা হয়। পাতার কিনারা কিছুটা করাতের মত ছোট ঝোট খাজকাটা।
আকর্ষিত হয় : কোন প্রাণী বা পতঙ্গ আকর্ষিত হয় না।
আরো কিছু তথ্য : বীজ থেকে সহজেই চারা জন্মে এবং কাটিং পদ্ধতিতেও কলম করা যায়। খাবার পক্ষে প্রাণীদের জন্য এই গাছের যে কোন অংশই বিষাক্ত।
তথ্য সূত্র : বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহীত ও পরিমার্জিত। তথ্যে কোন ভুল থাকলে জানানোর অনুরোধ রইলো।
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা (প্রথম ৪টি) এবং বাবা সালেহ মসজিদ, নারায়ণগঞ্জ (শেষ ৪টি)।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং ও ২৪/১২/২০১৮ ইং
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩