somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

www.somewhereinblog.net

৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সামহোয়্যার ইন ব্লগ; সময় কাল ১৫ ই ডিসেম্বর ২০০৫। প্রথম বাংলা ব্লগ পোস্ট করেছিলেন ব্লগার দেবরা। তার প্রথম পোস্টের শিরোনাম ছিল - ইমরান ব্লগ স্রষ্ট া। লেখা ছিল - ইমরান তুমি একটা ভাল কাজ করেছ, হাসিন ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাদের জানাই আমাদের শুভ কামনা। প্রথম লেখায় প্রথম মন্তব্য হয়েছে ঠিক এর সাত মাস পরে ১৭ ই জুলাই।ব্লগার সারিয়া তাসনিম সে মন্তব্যে বিষ্ময় প্রকাশ করেছেন এই বলে যে প্রথম লেখায় কি করে কোন মন্তব্য না থেকে পারে!

ব্লগার দেবরা ও ব্লগার হাসিন এর লেখা আমার দুটি প্রিয় পোস্টঃ


* উৎসাহব্লগার দেবরা

* স্ট্যানডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রেজার পয়েন্ট গিফট ভাউচার নিয়ে প্রতারনা এবং ভুক্তভোগী আমিব্লগার হাসিন

তারপরের এক সপ্তাহে যোগ দিয়েছে আরো ১৩ জন ব্লগার - দিদারুল ইসলাম বিজয়, আড্ডাবাজ, হাসিন, ফয়সাল আহমেদ, রেজওয়ান, শাহানা, শামীম ফেরদৌস, রাজু, পিন্টু, মুহিব, সুমন, রিফাত, আরইউবিডিডটনেট। বিষয় হিসাবে ঘুরে ফিরে ছিল বাংলায় ব্লগ নির্মাণের জন্য ধন্যবাদ জ্ঞাপন, প্রশংসা আর বিজয় দিবস নিয়ে বিভিন্ন লেখা। এ সময়ে ব্লগার আড্ডাবাজ সবচেয়ে বেশী পোস্ট দিয়েছেন। এবং সূচনাকালের প্রথম সাতদিনে গড়ে ৪ টার বেশী লেখা পোস্ট হতো না। তবে সূচনাকালীন ব্লগারদের মধ্যে অনেককেই এখন আর দেখা যাচ্ছে না।

চলুন তবে সেইসব বাংলা ব্লগোস্ফিয়ারের পথিকৃৎ হিসেবে যারা ছিলেন তাদের দেয়া প্রথম পোস্ট গুলো এক ঝলক দেখে নেয়া যাকঃ

* সংকলন স্মৃতির পাতায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের দেয়া প্রথম পোষ্ট

ব্লগার জানা যার জন্য আজ আমরা পৃথিবীর বুকে বাংলা ভাষাকে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে পেরেছি এমনকি যে কোন বিষয় নিয়ে সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ দিলেই যে ব্লগটির নাম চলে আসে সেই সামহোয়্যার ইন ব্লগ আমাদেরকে দিয়েছে উন্মুক্ত চেতনার অধিকার যার লক্ষই হলো বাক স্বাধীনতা ও বাক দায়িত্বশীলতা। দেখে নেয়া যাক তবে ব্লগার জানা আমাদের ব্লগারদের জন্য কি ম্যাসেজ দিচ্ছেন তারই লেখা একটি পোস্টে ?

* আজ, এখন 'আমাদের' যুথবদ্ধতার কোন বিকল্প নেইব্লগার জানা

ব্লগটির ঠিক একদম উপরেই রয়েছে দৃষ্টি আকর্ষণ নামের একটি বিশেষ অংশ যেখানে সমসাময়িক বিষয় অথবা যে কোন মহৎ উদ্যোগকে প্রাণময় করে তোলার জন্য ব্লগারদের দেয়া পোস্ট থেকেই পোস্ট ষ্টিকি করা হয়ে থাকে। আমরা অনেক সময় অনেক পোস্টেই মন্তব্যের ঘরে যেয়ে মন্তব্য করে থাকি পোস্ট ষ্টিকি করার দাবী জানিয়ে আর পোস্ট ষ্টিকি না হলে পরে মোডু বেচারাকে দোষ দেই। তবে চলুন দেখে নেয়া যাক তেমনই কিছু ষ্টিকি পোস্ট নিয়ে একটি বিশেষ আয়োজনঃ

* ফিরে দেখা ২০১২- বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে সকল স্টিকি পোস্টগুলোর সংকলন - ব্লগার তন্ময় ফেরদৌস

ব্লগ নিয়ে একান্তই কিছু ভাবনার কথা জেনে নেয়া যেতে পারে এমন কিছু পোস্ট দেখে নেয়া যাকঃ

* ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত - ব্লগার ফিউশন ফাইভ

* টার্গেট সামহোয়্যারইন... ব্লগ : মুক্তমত প্রকাশের এই জায়গাটুকু বাঁচাতেই হবেব্লগার ফিউশন ফাইভ

* প্রসংগ সামহোয়্যার ইন , ব্লগিং এবং ট্যাগিং - ব্লগার তন্ময় ফেরদৌস

* ~~ব্লগ বিতর্কঃ ব্লগ শুধুই নাগরিক সাংবাদিকতার স্থান !? ব্লগে সাহিত্যের স্থান ও অবদান কতোটুকু !? - ব্লগার অপূর্ন

* প্রিয় সামু,সময় এসেছে একটু জোরে দৌড়ানোর - ব্লগার আশিকুর রহমান অমিত

* প্রিয় সামহোয়্যার ইন ফিরে যাক তার আপন মহিমায় - ব্লগার তাসনুভা সাখাওয়াত বিথি



ব্লগার ইমন জুবায়েরএকজন নিষ্ঠাবান অনন্য ব্লগার। যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ব্লগ প্ল্যাটফর্মটিতে মমতার সাথে জড়িয়ে ছিলেন। সুস্থ, সমৃদ্ধ, দায়িত্বশীল এবং আনন্দময় ব্লগিং এর জন্য আমরা তাঁর কাছে ঋণী।




২৪ নভেম্বর ব্লাডক্যান্সারে ভুগে ২২ বছর বয়সে মারা যাওয়া এই ব্লগারের মৃত্যুতে ব্লগে নেমে আসে শোকের ছায়া, জানানো হয় শ্রদ্ধাঞ্জলি।

ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - ব্লগার নোবেলবিজয়ী_টিপু



ব্লগের অনেকটা অংশ জুড়েই রয়েছে কবিদের স্থান। ব্লগাররা নিয়মিত কবিতা পোস্ট দিয়ে ব্লগের প্রান হিসেবেই আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আছেন। চলুন তবে দেখে নেয়া যাক ব্লগারদের লেখা কবিতা নিয়ে দুটি বিশেষ আয়োজনঃ

* প্রিয় কবিতা : ব্লগ পাঠের আনন্দ (সংকলন পোস্ট)ব্লগার রেজওয়ান মাহবুব তানিম

* একটি কাব্যিক ভ্রমন

* সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ এ প্রকাশিত মৌলিক কবিতা সংকলন (১-১০) - ব্লগার ব্লগ পাঠক

* ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা - ব্লগার ব্রিগেড সিক্সটিন



ব্লগে মোটামুটি নতুন হওয়াতে অনেক ব্লগারের ভালো পোস্ট এখনও আমার অজানাতেই রয়ে গেছে, পেশাগত ব্যস্ততাও কিছুটা দায়ী এক্ষেত্রে। আবার কেউ কেউ বেশ ভালো কিন্তু রকমারী পোস্ট দিয়ে ব্লগকে সমৃদ্ধ করছেন, তাদের নাম এখানে উল্লেখ করলাম না কারণ তাদের পোস্ট জেনার ভিত্তিক ভাবেই পর্যায়ক্রমে আসবে।

অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করে আনবো। কেউ কেউ এতো ভালো লিখেন যে তাদের পোস্ট না এনে তাদের নিক উল্লেখ করে দিতে ইচ্ছে হয়।


কথাগুলো লিখেছেন আমার খুব প্রিয় একজন ব্লগার আরজুপনি তারই একটি পোস্টে আর তার কথার সাথে আমি পূর্ণ সহমত জানিয়ে আমার এই পোস্টের মিল খুঁজে পেলাম বলেই আমার অনেকটা কষ্ট লাঘব হয়ে গেল আর তাই ব্লগার আরজুপনির কাছে আমি কৃতজ্ঞতা থেকেই তার পোস্টের লিঙ্কটি এখানে যুক্ত করে দিচ্ছিঃ

* সামহোয়্যারইন ব্লগের সংকলন পোস্টের সংকলন- প্রিয় পোস্টব্লগার আরজুপনি

এবার তবে চলুন ব্লগার আরজুপনির দেয়া একটি পোস্ট নিয়ে তার ব্লগিং এর গুন সম্পর্কে কিছু ধারনা আপনাদের দেয়া যাকঃ


* ফিউশন ফাইভ এবং দূর্যোধন... উনারা আসলে কারা??!! করে দিলাম মুখোশ উন্মোচন



এবার চলুন আপনাদের আমার একান্তই কিছু প্রিয় পোস্টের সাথে পরিচয় করিয়ে দেয়া যাক আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে পোস্ট গুলো পড়লেঃ

ব্লগার অন্যমনস্ক শরৎ

* সাম্প্রwতিক ছবি সমূহ: ১ম আপডেট

* শরৎ এর কাশ আনন্দ

* বালিয়াটি জমিদার বাড়ী: একটি মৃত শহরের খোঁজে

* দেয়ালে কাঁচ রোদ এবং কিছু ঝাপসা মেঘ

* মানিব্যাগে তোমার অতীত নিয়ে ঘুরছি

ব্লগার আমিনুর রহমান

এই পোস্টটির জন্য আমি তার কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ।


* চলুন ঘুরে আসি কারওয়ান বাজার আন্ডারপাস এ .........

* ইতিহাসের স্বাক্ষী ৭১ এর মিরপুরের সেই জল্লাদ খানা ।।

ব্লগার রেজোওয়ানা

* সিনেমা ব্যানার পেইন্টিং: বাংলাদেশের পাবলিক আর্টের এক অনন্য অধ্যায়!

* "বীরাঙ্গনা ও যুদ্ধ শিশু" এবং এক অসহায় অনুচ্চারিত ইতিহাস....সময় হবে কি দেখার?

আরও একজন ব্লগারের কাছে আমরা চির ঋণীঃ

* ব্লগার একরামুল হক শামীম



### ব্লগ জগতের নতুন ইমন জুবায়ের জীবন্ত কিংবদন্তী ব্লগার শের শায়রী

* শের শায়রী – ২

* শের শায়রী – ১

* মৎসকন্যা- সাগরের রহস্যময়তা



রম্যঃ

এক পোস্ট হতে সবগুলো বিখ্যাত লেখার লিংক সংগ্রহ করুনঃ
* সাম হয়্যার ইন ব্লগ-এর বিনোদন সমগ্র! - ব্লগার শর্বরী-শর্মী

* ও কড়াই ও কড়াই তুমি কুতায় ???? (রম্য লিখবার ব্যর্থ চেষ্টা )ব্লগার সাবরিনা সিরাজী তিতির

* ডেটিং এ একদিন (একটি চেয়ারম্যানি লুল কথন)ব্লগার চেয়ারম্যান০০৭

* চটি কাহিনী ১৮+ - ব্লগার ~মাইনাচ~

* আমার লাজুক পরী বনাম আমার ডাইনী বউ - ব্লগার ~মাইনাচ~

* !!এহা কোন রম্য গল্প নহে!!তাও আপ্নেরা হাসলে আমি মাইন্ড করুমনা - ব্লগার আশিক মাসুম

* জীবনের প্রথম ঢাকা আইয়া যেই ভাবে ইজ্জত পাঞ্চার হইলোব্লগার লিঙ্কনহুসাইন

* চশমা কাহিনি ( ফান পোস্ট তয় দুক্ষের)ব্লগার লাবনী আক্তার

* ২০১২ সালের সেরা ১০টি পোস্ট সঙ্কলন (সম্পূর্ণ নিরপেক্ষ, স্বজনপ্রীতি বিহীন)ব্লগার জাতির নানা

* বাংলার অহংকার স্যার সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু (১ থেকে ৩ পর্ব) ৩০-০১-২০১২

* আমি আর সৃজনি নই, এখন থেকে s r jony (অতি সিরিয়াস সাময়িক পোস্ট)ব্লগার s r jony

* ~~~ জেনে নিন দশটি মারাত্মক ব্লগীয় রোগের নাম ও বর্ণনা - ব্লগার অপূর্ন




মনের এলোমেলো ভাবনাগুলোর বহিঃপ্রকাশঃ


* ছোটগল্প একটি কনিকা - ব্লগার আট বছর আগের এক

* ডেথ সেনটেন্সব্লগার মাক্স

* Lament - ব্লগার এরিস

* ব্রিজরক্ষকব্লগার নাজিম-উদ-দৌলা

* ছোটগল্প ঃ পাখিদের স্নিগ্ধ কন্যা!ব্লগার স্বপনবাজ

* গল্পঃ বিবর্ন প্রতিশোধ - ব্লগার কাল্পনিক_ভালোবাসা

* একটি সাই-পাই গল্পব্লগার চাঁপাডাঙার চান্দু

* জীবন থেকে নেয়া, আমি এবং আঁকা - সম্পূর্ণ (পর্ব- ১ থেকে পর্ব-৭) সমাপ্ত - ব্লগার বাংলাদেশী দালাল

* সামু ব্লগারদের বেস্ট ফেসবুক স্ট্যাটাস সংকলন -২য় পর্ব - ব্লগার তাসনুভা সাখাওয়াত বিথি

* ব্যতিক্রমী সৃজনশীল প্রশ্নব্লগার আশিকুর রহমান অমিত

* রক্তাক্ত- বৈশাখ। ( রুমকী ও রাফীর কথা)ব্লগার রাফা

* মা গো তোমার নেই তুলনা- একটু সময় নিয়ে পড়লে খুশী হবো - ব্লগার খেয়া ঘাট




একটি বিশেষ সঙ্কলনঃ


ব্লগার ফারজুল আরেফিন

প্রায় দেড় হাজার পোস্ট লিঙ্ক নিয়ে তৈরী যে ব্লগীয় পাঠাগার!



ফিচারঃ

* জাগো'র প্রচারণাকে অভিনন্দনব্লগার রাসেল ( ........)

* নীল বিদ্রোহঃ বাংলার সর্বপ্রথম সফল বিদ্রোহ ☤হাতি পোস্ট☤ - ব্লগার প্রোফেসর শঙ্কু

* শব্দ-কল্প- ঘুম! লিরিকের জন্য,গল্পের জন্য অভিধান থেকে কিছু সুন্দর শব্দ!ব্লগার নস্টালজিক

* কারাম পরব (উৎসব): এর আদ্যপ্রান্ত ::: উত্তরবঙ্গের প্রায় ৩৮টি আদিবাসী জাতিগোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী উৎসব (শেকড়ের সন্ধানে)ব্লগার নসটাল-জিয়া

* বাংলার গৌরব ও ঐতিহ্য (২য়কিস্তিঃসোমপুর বৌদ্ধ বিহার)ব্লগার jotejoy

* প্রখর রৌদ্রে কোমল জোছনার কথকতাব্লগার গোলাম দস্তগীর লিসানি

* নারী এবং ইসলামব্লগার মাহিরাহি

* চৈত্র সংক্রান্তির দিন এলোব্লগার অচীনপুরের চেনা মুখ

* বিজ্ঞাপনের গুষ্টি উদ্ধার !! পর্ব ১ব্লগার তন্ময় ফেরদৌস

* মাদকের জগতে নতুন সংযোজনঃ ডান্ডি বা গ্লু স্নিফিংব্লগার একজন আরমান

* !!টোনাটুনি পিঠাঘর - বাংলাদেশের ১০১ পিঠাপুলির নাম ও গড়ন বা রচনা সমগ্র!!ব্লগার শায়মা

* টেবিল ম্যানার ( সচিত্র টিউটরিয়াল) – ৪র্থ পর্বব্লগার এম এম ইসলাম

* নারী : আমার মা, প্রেমিকা, বোন এবং চলার পথে চোখ কেড়ে নেয়া মেয়েরাব্লগার কালা মনের ধলা মানুষ

* গ্রাম বাংলার মাটির গানব্লগার সিরাজ সাঁই

* আগামীতে যখন জামদানি শাড়ি, নকশী কাঁথা ব্যবহার করবেন, তখন মাথায় রাখবেন, আপনি ইন্ডিয়ার পণ্য ব্যবহার করছেন - ব্লগার তামিম ইবনে আমান

* কাফনের কাপড় এবং কাফনের কাপড় পরানোর নিয়মব্লগার িনহাজ রিমন

* বিলুপ্তির পথে এইসব উদ্ভিদ!!!. (আগাছা) এরাও আমাদের প্রকৃতির একটা অংশ!!!... (২য় পর্ব ছবি ব্লগ)ব্লগার যুবায়ের

* পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কিছু বিখ্যাত/কুখ্যাত নারী যারা আগে "গনিকা" ছিল (কত অজানা রে পার্ট-২৫)ব্লগার সেচ্ছাসেবক

* দূর্নীতির আরেক চিত্রঃ রাউন্ডিং এ্যাডজাষ্টমেন্টের নামে হাতিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার টাকা। নেই কোন নীতিমালা।!!!!ব্লগার কাল্পনিক_ভালোবাসা

* রকমারি শাড়ি পরার ঢং এবং তার ছবি - ব্লগার বহুরুপি জীবন

* মওদুদী বাদ ফিতনা এবং সম্পূর্ণ ইসলাম বিরোধ....!!!ব্লগার মৃন্ময়

* কি ছিল মায়ান ক্যালেন্ডারের রহস্য অথবা কি ঘটতে পারে ভবিষ্যতে? (ইহা সম্পূর্ণ অলস মস্তিস্কের একটি রম্য পরিবেশনা)ব্লগার টিনটিন`

* কমিকস পাগলরা, চলেন আপনাদের কমিক্সের বিশাল এক রহস্যময় জগৎ থেকে ঘুরিয়ে আনি (পর্ব-২) - ব্লগার টিনটিন`

* জাপান, সূর্যদয়ের দেশ নাকি একাকী মানুষের দেশ! ১০, শেষ পর্ব - ব্লগার তোমোদাচি

* মাসুদ রানা রহস্য,সিরিজের প্রায় সব বইয়ের নাম, অনলাইনে পড়ার লিঙ্ক ও পিডিএফ ডাউনলোড লিঙ্ক সহ মেগা পোস্ট - ব্লগার অপূর্ন




বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কঃ


* ধেয়ে আসছে আর এক আইলা, ভয়াবহ ঘূর্ণিঝড়। আর যাতে প্রান হানি না হয় তাই পুর্বপ্রস্তুতি জেনে নিন - ব্লগার s r jony

* একটি ভুল মৃত্যু সংবাদ জন্ম দিলো পৃথিবীর সর্বোচ্চ পুরস্কারেরব্লগার আর.হক

* নতুন উচ্চতায় বাংলাদেশ । তৈরি হচ্ছে বিদেশের জন্য প্রথম প্যাসেঞ্জার ফেরীব্লগার অথৈ সাগর

* ব্ল্যাক হোল ও হকিং রেডিয়েশনঃ এত দিন আমরা যা জানতাম সব কি তাহলে ভুল?ব্লগার এম হুসাইন

* ☑*~*~♣ IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে ♣~*~* ツব্লগার মুহম্মদ ফজলুল করিম

* বেহেশত নামের গ্রহ , অদ্ভুত Amenity , কুরআন , Geologyব্লগার দাসত্ব

* সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!! - ব্লগার ইসানুর

* বিনামূল্যে সংগ্রহে রাখুন অনলাইনের কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী সাইট - ব্লগার রামন



চলচিত্র বিষয়কঃ

* ব্লগার নাফিজ মুনতাসির এর সিনেমা ব্লগ সমূহ

* বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । (সংকলন) - ব্লগার মামুন রশিদ

* আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ - ব্লগার দূর্যোধন

* বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়িকাদের গল্প ঃ সুমিতা থেকে শাবনুরব্লগার কবি ও কাব্য

* হারিয়ে যাওয়া বাংলা চলচ্চিত্রের পোস্টারগুলো ১ব্লগার কবি ও কাব্য

* হারিয়ে যাওয়া বাংলা চলচ্চিত্রের পোস্টারগুলো (শেষ পর্ব)ব্লগার কবি ও কাব্য

* উপমহাদেশ ও বাংলা চলচ্চিত্রে যা কিছু প্রথমব্লগার কাউসার রুশো

* প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি” - ব্লগার কাউসার রুশো

* দুই ডজন অসাধারণ কোর্টরুম ড্রামাব্লগার মোজাম্মেল হোসেন

* আমার দেখা কিছু বড়দের মুভি ১৮+ সিজন 3ব্লগার পুশকিন



ভ্রমন ও ছবি ব্লগঃ

* চেরাপুঞ্জি যেভাবে আমাদের পদধূলি পেয়ে ধন্য হল - ব্লগার কালা মনের ধলা মানুষ

* নীল নদ থেকে উঠে আসা মন্দির আবু সিম্বল, (ছবি ব্লগ)ব্লগার জুন

* অটিস্টিক বাবুদের সাথে একদিন ঃক্লীভস প্রাইমারি স্কুল, লন্ডনব্লগার নিমচাঁদ

* তুঘলকি অতীত থেকে ঘটমান বর্তমানেব্লগার মনিরা সুলতানা

* আফ্রিকার এক দেশে - বাসাম বীচব্লগার শোভন শামস

* মানছুরা- পরীক্ষামূলক ২য় ব্লগ ফিল্ম( শেষ পর্ব)ব্লগার শিপু ভাই

* বিয়ের সাজ দেশে দেশে। (ছবি ব্লগ)ব্লগার *কুনোব্যাঙ*

* Vladimir Volegov's Paintings...... 1ব্লগার রানা

* কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ)৩য় পত্রব্লগার সোহাগহোসেন

* দারুচিনি দ্বীপে ( ছবি ব্লগ)ব্লগার মেহেরুন

* ছবি (কৃষ্ণচূড়া)ব্লগার এহসান সাবির

* ৬১ হাজার এ+ প্রাপ্তদের জন্য ৬১ ধরনের ফুলব্লগার আর.হক

* ছবি ব্লগ: আমার গুরু Freddo (ফ্রেডো) এর আঁকা কিছু ছবি (a must see) - ব্লগার শিশু বিড়াল



মিথ ও ইতিহাসের পাতা থেকেঃ

* গ্রীক মিথ - কুমারী দেবী আর্তেমিসের প্রেম ও এপোলোর মিথ্যাচার। ১৮++ - ব্লগার ফারজুল আরেফিন

* গ্রীক পুরাণের দেব-দেবীদের মানব সভ্যতায় প্রভাব। শেষ পর্ব - ব্লগার ফারজুল আরেফিন

* গ্রিক মিথঃ প্যান্ডোরার বক্স এবং অন্যান্যব্লগার নক্ষত্রচারী

* দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ জানুন নাৎসী রননীতি ও ব্লীৎসক্রীগের ইতিহাস-৩ব্লগার বাঁধ ভেঙে যাই

* ৭ জন বীরশ্রেষ্ঠের ইতিহাস - ব্লগার আমি মুখতার

* মুক্তিযুদ্ধ ১৯৭১ বাঙালী নারীদের উপর পাকবাহিনীর নির্যাতন ধারাবাহিক পোস্টব্লগার মাগুর

* জয়বাংলা ইশতেহার নং -১ স্বাধীনতার ইশতেহার - ব্লগার banglar_hasan

* ''আমাদের রাজশাহীর'' জানা অজানা তথ্য এবারের পর্ব ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদানব্লগার ইউসুফ আলী রিংকূ

* শিশু ক্রুসেড ... মধ্যযুগের ইউরোপের এক বিস্মৃত পাতাব্লগার অনিক আহসান

* ঘুড্ডির পাইলট বলছি ! ৯ নং সেক্টরের সাব সেক্টর থেকে - ব্লগার ঘুড্ডির পাইলট

* ২৫ শে মার্চের ডায়েরী-মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বহিনীর গৌরবজ্জ্বল অবদান ও মহান আত্নত্যাগ এর কিছু ইতিহাসব্লগার রুদ্র মানব



কিছু অন্তরঙ্গ আলাপনঃ ব্লগার কৌশিক

* রাসেল (........) এর সাথে একান্ত সাক্ষাতকার!

* অন্তরঙ্গ আলাপে সাদিক ও তার মিস্টিক কাব্যপুরাণ

* সাদিকের সাথে আলাপচারিতার শেষ কিস্তি

* আস্তমেয়ের আলাপনে সম্পূর্ণতার প্রতিবিম্ব অন্বেষণ

* সত্যম শুভম সুন্দরমের সাথে একান্ত আলাপন

* শীর্ষ জনপ্রিয় পিয়ালের অন্তরঙ্গ সাক্ষাতকার



রহস্যের দুনিয়ায় স্বাগতমঃ

বিভিন্ন ব্লগারের শের শায়রীর প্রিয় কিছু রহস্যময় পোষ্ট লিঙ্ক সহ। রহস্যের দুনিয়ায় স্বাগতমব্লগার শের শায়রী



বিশেষ সংকলনঃ

* সপ্তাহান্তে সামু কিংবা আশিক মাসুমের নির্বাচিত পাতা (১৫.০৩.১৩)ব্লগার আশিক মাসুম

* সামুর সব রেসিপি পোস্ট - ব্লগার বাবুনি সুপ্তি

* গ্রীক পুরাণ সমগ্রঃ সামহ্যোয়ার ইন ব্লগের গ্রীক মিথ সংকলন - ব্লগার মহামহোপাধ্যায়

* বুকমার্ককৃত কয়েকটি মুভি বিষয়ক পোস্ট - ব্লগার ইরফান আহমেদ বর্ষণ



ইহাকে কি বলা যেতে পারে আপনারাই বলেন দেখি ?

* ব্লগার্স বায়োগ্রাফীঃ ট্রিপল সেঞ্চুরি পোস্ট - ব্লগার জুল ভার্ন

* মানুষ অনুরোধে ঢেঁকি গিলে , আমি গিলেছি রাইস মিল - ব্লগার গিয়াসলিটন



আমার একান্তই নির্বাচিত কিছু পোস্টঃ

* বেঙ্গমা বেঙ্গমী এবং ব্যাঙার্জমের গল্পব্লগার হাসান মাহবুব

* এক টুকরো আকাশ কিনবো তোমার নামে!ব্লগার নোমান নমি

* চেয়ারম্যানের বিয়ে কাব্য - ব্লগার চেয়ারম্যান০০৭

* !!ঊর্মি!!................ (১)ব্লগার আশিক মাসুম

* নষ্ট ভালোবাসায় নষ্ট কবিতাব্লগার মাননীয় মন্ত্রী মহোদয়

* তুমি শুধু একবার বলোব্লগার shfikul

* আমি বলিনি ভালবাসতেই হবেব্লগার বোকামানুষ

* "রাষ্ট্র যার যার, ধর্ম সবার" - ব্লগার জনৈক গণ্ডমূর্খ

* সামুর ইতহাসে প্রকাশিত সবচে' দীর্ঘতম কোবতে সম্ভবত এটাই - ব্লগার অপূর্ন

* ম্যান VS রোবট - ব্লগার দলছুট শুভ

* গল্প : বিব্রতকর বিবাহ - ব্লগার সোহাগ সকাল



জীবনের প্রয়োজনে চিকিৎসা বিজ্ঞানঃ

* ব্লগার না পারভীন এর পোস্ট সমূহ

* ব্লগার ডক্টর এক্স এর পোস্ট সমূহ



মাটি ও মানুষঃ

ব্লগার তিতাস একটি নদীর নাম এর পোস্ট সমূহ



লও মোর শ্রদ্ধাঞ্জলি ও বিক্ষিপ্ত ভাবনাঃ ব্লগার কোবিদ এর পোস্ট সমূহ



রাজনৈতিক পোস্টঃ

নিউইয়র্কে কয়েকদিন...পর্ব - দুই (ছবি সহ ব্লগ) (বাচ্চারা তফাতে থাকো)ব্লগার ধীবর




যে কাজের মধ্য দিয়ে আমার কিছু সত্যিকারের সাদা মনের মানুষের সাথে সম্পর্ক হল ভার্চুয়াল জগত থেকে বাস্তবে এবং যে পোস্ট ষ্টিকি হয়েছিলঃ


* টেকনাফ থেকে তেতুলিয়া,নরপশুদের নিঃশ্বাসে বিষাক্ত সমগ্র বাংলাদেশ,বাঙালী প্রতিবাদী হও - ব্লগার অপূর্ন

* ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই - ব্লগার সর্বনাশা

* রুশানের জন্য ভালোবাসা ... হাত বাড়িয়ে দিনব্লগার s r jony

* একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি... রুশানের জন্য একটি চিত্রকলা প্রদর্শনী'র প্রয়াস - ব্লগার একজন আরমান

* Click This Link target='_blank' >রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ চলব্লগার অন্যমনস্ক শরৎ

* একজন আসিফের জন্য, একজন ব্লগারের জন্য, একজন মানুষের জন্য প্রতিবাদ সমাবেশ - ব্লগার অন্যমনস্ক শরৎ

* অনশন চলছে, চলবে; মা তোমার রুমী আবার ফিরে এসেছে - ব্লগার আমিনুর রহমান

* মুন্সিগঞ্জ- বিক্রমপুরের বালিগাঁওয়ে ঈভ টিজিং বিরোধী পোস্টারিং ও শীত বস্ত্র সংগ্রহ - ব্লগার শিপু ভাই

* জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন । এগিয়ে আসুন সবাই, আমিও যাব - ব্লগার s r jony

* সকল প্রবাসীদের কাছে মাত্র ১০ ডলার করে অর্থ সাহয্য চাইছি সাভার দূর্ঘটানায় আহত মানুষদের ঔষধ কেনার জন্যব্লগার মোস্তফা কামাল পলাশ

* দৃষ্টি আকর্ষনঃ এই মূহুর্তে যা যা আমরা চাচ্ছি আপনাদের কাছে, রানা প্লাজায় নিয়ে যাবার জন্যে - ব্লগার ত্রিশোনকু



কিছু বিশেষ কর্মকাণ্ডঃ

* ♣ব্লগারদের বই অপরবাস্তব- ৭ এর জন্যে লেখা আহবান।♣ - ব্লগার আরজুপনি

* ১৯শে ডিসেম্বর, বাংলা ব্লগ দিবস সংক্রান্ত পোস্ট সমূহ।

* ইভ টিজিং' প্রতিরোধে

* যুদ্ধাপরাধীদের বিচার চাই

* আমরা ব্লগার, সাগর-রুনি হত্যাকান্ডের তদন্ত দ্রুত শেষ করার জোর দাবী জানাচ্ছি ...



আমাকে উৎসর্গ করে দেয়া কিছু পোস্টঃ

* গল্পঃ বাদামী রং এর ডায়রীব্লগার কাল্পনিক_ভালোবাসা

* ব্লগারদের প্রোফাইল পিকচার যদি ডাক-টিকেট হতো !!.........(ছবি ব্লগ)ব্লগার এম এম কামাল ৭৭

* "অনুভুতির" অনুভুতিব্লগার বাংলাদেশী দালাল

* কবিতাঃ নিশাচর - ব্লগার একজন নিশাচর

* সৈকতের ঝিনুক পথে হেঁটে যায় দুরন্ত পাঞ্জেরীব্লগার মুনসী১৬১২

* **বিভ্রম** - ব্লগার আশিক মাসুম

* ভাইব্লগার শের শায়রী

* কয়েকটি অনু কাব্য (মাস্ট রিড must read )ব্লগার আশিক মাসুম

* কুড়েমী করে হলেও আজ আলোর মিছিলের সহযাত্রী হলামব্লগার বাবুরাম সাপুড়ে

* ২০১৩ , লাভ স্টোরি - ব্লগার না পারভীন

* আমার শততম পোষ্ট---- প্রিয় ব্লগার বন্দনা----প্রিয়তমেষু হে ! - ব্লগার নেক্সাস



যদি ভাল না লাগে তো দিওনা মনঃ

* একটি বা দুটি রামছাগল এই মুহূর্তে 'নির্বাচিত পোস্ট' সিলেক্ট কর্তেছে - ব্লগার ফিউশন ফাইভ

* ব্লগারদের নিয়ে ইউল্যাবের নোংরা খেলা শুরু : আসিফ আকবর যেভাবে নাসিমা খন্দকার দীপাবলি! (ফলোআপ : ১)ব্লগার ফিউশন ফাইভ

* অন্যায়ের কাছে কভু নত নাহি শির /ভয়ে কাঁপে কাপুরুষ , লড়ে যায় বীরব্লগার আরিফ জেবতিক

* সবাই কে শুভেচ্ছা - ব্লগার অপি আক্তার

* ব্লগে নারী ব্লগারদের আক্রমন:প্রগতিশীল কিবোর্ডের আড়ালে মোল্লাতন্ত্রব্লগার দূর্যোধন

* বিদায়ী পোষ্ট: সভ্য মানুষের লিখবার মতো পরিবেশ তৈরিতে ব্যর্থ এই ব্লগব্লগার রাসেল ( ........)

* কুরুচিপূর্ণ ব্লগারদ্বয়ের ব্যান, বখাটে স্বপ্ন/বুরিদের "লোক দেখনো সুশিলতা," জানা আপুর অবস্থান এবং একজন লোনলিফাইটার - ব্লগার দিকভ্রান্ত*পথিক

* সুশান্ত দাশের পর এবার আমাকে নোংরা আক্রমন করে আখ্যা দেয়া হলো রাজাকার!!!!! সামু মডারেশন টিম আপনারা কি জানাবেন এসব নোংরামির মানে কি? যদি জবাব না দিতে পারেন আজ থেকেই সামুর প্লাটফর্ম ছাড়তে চাইব্লগার শামীম আরা সনি

* মশামামা >> সিংহমামা >> মাছিমারা কেরাণী। একটি ব্লগ-লিকস্ব্লগার ইখতামিন

* আমাদের সামুর নারী ব্লগারদেরই যত হ্যাপা ♦ নারী ব্লগার VS ব্লগীয় কবিব্লগার প্রিন্স হেক্টর

* আসুন ইসলাম বিদ্বেষী ধর্মকারীর ফেসবুক পেজের একটা স্ট্যাটাস চেক করি।দেখি কোন ধরনের লোকেরা সেখানে লাইক দেয়।তাদের একটু বিশ্লেষণ করিব্লগার গেস্টাপো

* সামহোয়্যার ইন ব্লগের কাব্য ধারার ফ্যান্টাস্টিক ফাইভ!ব্লগার রেজোওয়ানা



মাল্টি বা সহনিক প্রযোজনাঃ

* প্রজাপতি পার্ক ও প্রজাপতি ছবি ব্লগ - ব্লগার ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার

* নারীতে শাড়ি অথবা শাড়িতে নারী এবং ডির্ন্ডলব্লগার IN THE NAME OF INNOCENCE

* এই পর্যন্ত আমার অর্জিত ট্যাগ সমূহব্লগার একজন আরমানের আত্মা

* ফুল বিষয়ক গবেষণা !ব্লগার স্বপ্নবাজ_ অভি

* আমি নতুন নিক খুললাম ১সপ্তাহ ৪ দিন কিন্তু আজো সেইফ হইলাম না। উৎসর্গঃ অন্যমনস্ক কে জানি আর জানা আপুরে - ব্লগার সীমান্ত উন্মাদ



আপডেট সেকশনঃ

* প্রায় তিন কোটি ব্লগপোস্ট থেকে অধিকাংশ-ই বিলীন হয়ে গেহে -টিকে রয়েছে মাত্র সাড়ে পাঁচ লক্ষ-যেগুলোকে নিয়েই আমাদের আজকের সংকলিত পাতা।। আপনারটি আছেতো?? - ব্লগার মুখপোড়া

* বাংলা ব্লগের প্রথম লেখা,প্রথম ব্লগার - ব্লগার ব্লগার মুখপোড়া

* সামু ব্লগের সর্বকালের সেরা ৯০টি রম্য পোস্ট সংকলন - ব্লগার রেভোল্যুশন ব্ল্যাক

* "লালন" - পোস্ট সংকলন - ব্লগার কবির চৌধুরী

* কোথায় দেখবেন জোসনা?- জোসনা প্রিয়দের জন্য একটি গাইড পোষ্ট - ১ ম পর্ব - ব্লগার অর্ফিয়াস

* সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট কোনগুলো? আসুন দেখি এপিক পোস্ট - ব্লগার আমি তুমি আমরা

* সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন - ব্লগার আমি তুমি আমরা

* সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট কোনগুলো? আসুন দেখি পোস্ট মেগা পোস্ট - ব্লগার আমি তুমি আমরা

* সামহোয়্যার ইন ব্লগের ইন্টারফেসের বিবর্তন এবং ভার্চুয়াল জগতে বাংলা ভাষার বিস্তার - ব্লগার শব্দহীন জোছনা

* বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো:-*/:) প্রত্যেক ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত - ব্লগার শব্দহীন জোছনা

* রাজশ্রী - ব্লগার রেজওয়ান মাহবুব তানিম

* সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - ব্লগার রেজওয়ান মাহবুব তানিম

* ক্ষমা করুন জর্জ হ্যারিসন - ব্লগার নিরপেক্ষ মানুষ

* সামহোয়্যারইন ব্লগে ''নারী বিষয়ক পোস্ট'' সংকলন A 2 Z: ২০১১ - ব্লগার পটল

* ভুল করে যে পোস্ট গুলো পড়ে ফেলেছিলাম বলে আজ সামহয়্যার ব্লগিং করছি -প্রিয় পোস্ট সমগ্র-৫০ তম পোস্ট - ব্লগার অণুজীব

* বইমেলা ও আমার সংগ্রহের ব্লগারদের বইগুলো - ব্লগার সায়েম মুন

* জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার যারা জানেনা তাদের জন্য সম্পূর্ণ আজাইড়া পোস্ট - ব্লগার অণুজীব

* ব্লগীওলজি: জেনে নিন আপনার এই সপ্তাহের ব্লগ ভাগ্য নতুন পোস্ট দেওয়ার আগে অবশ্য পাঠ্যণীয় একটি পোস্ট - ব্লগার অণুজীব

* অভিনন্দন, সালাম... সহব্লগার যোদ্ধা ভাই-বোনদেরঃ শাহবাগ থেকে ফিরে - ব্লগার অর্পণ!

* তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও :: দুশো'রও বেশি ব্লগারের প্রোফাইল পিকচার নিয়ে একটি ভিডিও গান - ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

* ওয়েব ডিজাইন শিখতে চান ? যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য দরকারি কিছু টিউটরিয়াল - ব্লগার রবিন মিলফোর্ড

* প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান? অ্যানিমেশন? গেম ডেভলপার? ফ্লিম ডিরেকটর? একসাথেই সবগুলো বিষয়ে ডিগ্রী নিতে পারবেন বাংলাদেশেই!!! - ব্লগার হাসান যোবায়ের

* ফ্রিল্যান্স, ওয়েব ডেভেলপ ও ডিজাইন: ঐতিহাসিক মেগাপোস্ট+ফ্রিল্যান্সার জরিপ - ব্লগার গোলাম দস্তগীর লিসানি

* ২০১২ সালে মনে রাখার মত ঘটনাসমূহ নিয়ে একটি ছবি ব্লগ - ব্লগার আিলমুল

* ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!! - ব্লগার হাসান যোবায়ের

* অদ্ভুত কিছু চেয়ারের ছবি দেখি আপনাদের কোন চেয়ারখান বেশী পছন্দ হয়!! ছবি ব্লগ - ব্লগার রবিউল ৮১

* পিসি থেকে চলোমান Screen এর ফটোশট নিয়ে আপনাদের লেখা ব্লগ পোস্টে যোগ করুন Animated ফটো টিউটোরিয়াল খুব সহজে না দেখলে মিস - ব্লগার মো: আতিকুর রহমান

* মেডিটেশন বা ধ্যান-একটি ব্যবচ্ছেদমূলক পোস্ট - ব্লগার আমি সাজিদ

* পুরাই অস্থির ১০টি ছবি । ফটোগ্রাফি চিন্তা করলে ভুল করবেন -২ - ব্লগার টানিম

* নাসরীন আক্তার এর পতিতা হওয়ার কাহিনী - ব্লগার লাইলী আরজুমান খানম লায়লা

* ১০১ টি মজার জিনিস যা অনলাইনে করবেন - ব্লগার রবিন মিলফোর্ড

* বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপ চ্যম্পিয়ান - ব্লগার কাকপাখী

* ব্লগারস' রিভিউঃ সাম্প্রতিক সময়ে যারা বেশ চমৎকার লিখছেন - ১ - ব্লগার কাল্পনিক_ভালোবাসা

* খনার বচন- বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম কাঠামো ও কৃষ্টি - ব্লগার স্নিগ্ধ শোভন

* বাংলা সাহিত্যের প্রিয় কবিদের প্রিয় কবিতা নিয়ে পোষ্ট গুলোর সংকলন - ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

* রামপালে বিদ্যুৎকেন্দ্র কার স্বার্থে? - ব্লগার কামরুল হাসান ভুঞা

* ভালোবাসার জৈবিক বিজ্ঞান - ব্লগার মুদ্‌দাকির

* আমার প্রিয়তে রাখা উচ্চ শিক্ষা বিষয়ক সকল পোষ্টের সংকলন - ব্লগার পুশকিন

* আপনার পেনড্রাইভকে বুটেবল করুন একদম সহজ উপায়ে - ব্লগার আদনান শওকত

* উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!! - ব্লগার আদনান শওকত



মাসিক সংকলনঃ



* সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩ - ব্লগার মামুন রশিদ

* সামহোয়্যারইন গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩ - ব্লগার মামুন রশিদ

* একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সঙ্কলন জুন -২০১৩ - ব্লগার স্বপ্নবাজ অভি

* নির্বাচিত পাতা থেকে নির্বাচিত কিছু ব্লগ সংকলণ - ব্লগার তাহমিনা তুলি

* ♠ জুন ২০১৩ নির্বাচিত ব্লগ সংকলণ - ২য় পর্ব ♠ - ব্লগার তাহমিনা তুলি

* ♠ জুন ২০১৩ সেরা ব্লগ সমূহ - ১ম পর্ব ♠ - ব্লগার তাহমিনা তুলি

* সংকলনঃ সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত কিছু ১৮ + পোস্ট - ব্লগার স্বাধীন বিদ্রোহী

* সামহোয়্যার ইন এ জুন মাসে প্রকাশিত ফিচার সমুহের সংকলন - ব্লগার তাসনুভা সাখাওয়াত বিথি

* সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩ - ব্লগার মামুন রশিদ

* একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুলাই -২০১৩ - ব্লগার স্বপ্নবাজ অভি

দুটি বিশেষ পোস্টঃ

* সামু পিডিয়া / BlogPedia অস্পিসাস প্রেইস somewhereinblog A Complete Course যা দরকার সব পাবেন - ব্লগার অস্পিসাস প্রেইস

* অস্পিসাস প্রেইস এর somewherenblog ' সংকলন পোস্ট ' সমগ্র। ৭৬ ব্লগারের ১২,৫০০ লিঙ্কস।। আপডেট চলছে - ব্লগার অস্পিসাস প্রেইস

পোস্টটি উৎসর্গ করছিঃ আমার ছোট্টসোনামনি কিন্নরি যখন প্রথম গান করলো বাংলাদেশ টেলিভিশনেব্লগার জানা



অবশেষে সকলের জন্য একটি সুন্দর ও সুস্থ ধারার ব্লগিং জীবন কামনা করে পোস্ট এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভাল ভাল পোস্ট পড়বেন এবং মন্তব্য করে ব্লগারদের উৎসাহ প্রদান করবেন যেন পরস্পরের প্রতি ভালোবাসার বন্ধন অটুট থাকে এই শুভকামনা রইল। শুভ ব্লগিং !!



স্বংবিধীবদ্ধ সতর্কীকরণঃ ফেসবুকিং ব্লগিং এর জন্য ক্ষতিকারক।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৫৮
২২৩টি মন্তব্য ২২২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কুড়ি শব্দের গল্প

লিখেছেন করুণাধারা, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭



জলে ভাসা পদ্ম আমি
কোরা বাংলায় ঘোষণা দিলাম, "বিদায় সামু" !
কিন্তু সামু সিগারেটের নেশার মতো, ছাড়া যায় না! আমি কি সত্যি যাবো? নো... নেভার!

সানমুন
চিলেকোঠার জানালায় পূর্ণিমার চাঁদ। ঘুমন্ত... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×